বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:২৪:১১

অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন তন্ময় বিশ্বাস

অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন তন্ময় বিশ্বাস

বিনোদন ডেস্ক : আজ হঠাৎ সামাজিক যোগাযোগ মিডিয়াসহ অনলাইন নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়ে আেই অপু বিশ্বাস বিয়ে করতে যাচ্ছেন। রাজধানী ঢাকার উত্তরার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে ঘরোয়া পরিবেশে বিয়ে হচ্ছে।

পাত্র যশোরের ছেলে তন্ময় বিশ্বাস। তিনি পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।  ‘সত্তা’ চলচ্চিত্রের চরিত্রাভিনেতা জিতু নোটা খবরটি ফেসবুকে জানিয়েছিলেন।  তিনি সম্পর্কে তন্ময়ের বন্ধু।

কিন্তু পাত্র তন্ময়ের সাথে যোগাযোগ করে জানা যায় খবরটি সত্য নয়। তন্ময় বিশ্বাস বলেন, আমি অপু আপার একজন ভক্ত।  এ ধরনের কোনো ঘটনাই ঘটছে না। আমি নিজেই এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।  আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত।

কিন্তু জিতু কেন এই খবর  ছড়ালেন এমন প্রশ্নের জবাবে তন্ময় বলেন, সে আমার বন্ধু, মজা করে ফেসবুকে বিষয়টি দিয়েছিল। পরে অবশ্য পোস্টটি সরিয়েও নেয় সে।

তন্ময় আরো বলেন, আসলে জিতুর ফোন হারিয়ে গেছে। অজানা নম্বর থেকে ফোন আসায় সে মনে করেছে কোনো বন্ধু ফোন করেছে তাই তাদেরকেও একই কথা বলেছে।  আসলে মজা করতে গিয়ে বিষয়টা এতো বড় হয়ে যাবে ভাবতে পারি নি। আমি সত্যি দুঃখিত। মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে যারা দুঃখ পেয়েছেন আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি।  

এদিকে প্রথমে এই পোস্ট ফেসবুকে দেওয়ার কিছুক্ষণ পরে তার আবার মুছে ফেলেন জিতু। পরে বিয়ের খবর জিতু অস্বীকার করেন। তিনি বলেন, এটার পুরোটাই ছিল মজা। তন্ময় তার বন্ধু। তাকে নিয়ে মজা করতে গিয়ে বিষয়টি বেশ সিরিয়াস হয়ে গেছে।

আর এই ঘটনা ঘটানোর জন্য দুঃখ প্রকাশ করেন জিতু। বলেন, চলচ্চিত্রের একজন কর্মী হিসেবে এমন কথা লেখা ঠিক হয়নি তার। শুধু বন্ধুর জন্য মজা করাটাই ছিল তার উদ্দেশ্য।

এরপর জিতু ফেসবুকে আরো একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘বাংলাদেশের সকল অনলাইন নিউজ ও মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অপু বিশাস ও তন্ময় বিশ্বাস এর বিয়ে নিয়ে করা পোষ্টটি সম্পূর্ণ মিথ্যা, এটা শুধুমাত্র একটা ফান ছিল। আমি আমার এমন কাজের জন্য সকলের নিকট দুঃখিত ও ক্ষমা প্রার্থনা করছি।’
১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে