বিনোদন ডেস্ক: 'অ্যামাজন প্রাইম ভিডিও' এবার সরকারিভাবে লঞ্চ করল ভারতে। প্রিমিয়াম ভিডিও পরিসেবা পাওয়া যাচ্ছে বছরে মাত্র ৪৯৯ টাকা খরচ করলেই। তবে, এটা প্রারম্ভিক অফার। পরে বছরে দিতে হবে ৯৯৯ টাকা। যত খুশি সিনেমা ছাড়াও দেখতে পাবেন টিভি শো। তার মধ্যে রয়েছে অ্যামাজনের আসল সিরিজগুলোও।
স্মার্টফোন, ল্যাপটপ থেকে স্মার্ট টিভি- যে কোনও ডিভাইসেই আপনি ভিডিও দেখতে পারবেন। প্রাইম ভিডিওর কনটেন্ট সহযোগী হিসেবে অ্যামাজনের সঙ্গে থাকছে ধর্ম প্রোডাকশন, টি-সিরিজ, গ্রিন গোল্ড অ্যানিমেশন, বিশেষ ফিল্ম ছাড়াও আরও অনেকে। তামিল, তেলুগু, মারাঠি ও বাংলার মতো আঞ্চলিক ভাষার সিনেমা ও ভিডিও দেখা যাবে। - এই সময়
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ