বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০১:৫২:১১

বলিউডের এই পরিচালক সানিয়াকে যে প্রস্তাব দেন!

বলিউডের এই পরিচালক সানিয়াকে যে প্রস্তাব দেন!

বিনোদন ডেস্ক: সানিয়া মির্জা টেনিসের গ্ল্যামগার্ল৷ সুতরাং হায়দরাবাদের সুন্দরীর কাছে বলিউড থেকে প্রস্তাব আসতেই পারে৷ এতে চমকে যাওয়ার কিছু নেই৷ কিন্তু সানিয়া ছবির নন, ‘আইটেম সং’-এ নাচার প্রস্তাব পান৷ তাও আবার বি-টাউনের অত্যন্ত জনপ্রিয় এই পরিচালকের থেকে৷ ফ্যাশন-ফিয়েস্টা ও বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড়কে আইটেম গানে নাচার প্রস্তাব দিলেন কে?

‘এক টিভি’র শো ‘ইয়ারো কি বরাত’-এ সানিয়া এসেছিলেন তাঁর বন্ধু পরিনীতি চোপড়ার সঙ্গেই৷ এই শো হোস্ট করেন অভিনেতা রীতেশ দেশমুখ ও পরিচালক সাজিদ খান৷ রীতেশই সানিয়াকে প্রশ্ন করেন,‘‘আচ্ছা আপনাকে কেউ ছবির প্রস্তাব দেয়নি কখনও?’’ সাজিদ খানের দিকে তাকিয়ে সানিয়া বলেন,‘‘ আমার ভাই যে, তোমার পাশে বসে আছে, সেই আমাকে একাধিকবার প্রস্তাব দিয়েছে৷’’ এই শুনে রীতেশ প্রশ্ন করেন সাজিদকে, ‘‘কোন ছবির জন্য ভেবেছিলে সানিয়াকে?’’

সাজিদ বলেন,‘‘ হে বেবি, হাউসফুল, হাউসফুল টু, হামশাকলস, হিম্মাত ওয়ালার জন্য বলে ছিলাম সানিয়াকে৷’’ সানিয়া সাজিদকে থামিয়ে বলেন,‘‘ সাজিদ আমাকে ফোন করে আইটেম সং-এর প্রস্তাব দিত৷ আমি যতবারই না-বলেছি, ও আমাকে বলত তুমি পুরো পোশাকেই পারফর্ম করতে পারবে৷’’ এখনও পর্যন্ত সানিয়াকে বলিউডে দেখা যায়নি৷ এখন দেখার সাজিদ পরের ছবির জন্য সানিয়াকে রাজি করাতে পারেন কিনা?-কলকাতা২৪

১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে