বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ১১:১৯:৫৩

সালমানের বাড়ির সামনে মল-মূত্রত্যাগ!

সালমানের বাড়ির সামনে মল-মূত্রত্যাগ!

বিনোদন ডেস্ক: বিপাকে আছেন বলিউড অভিনেতা সালমান খান। ইদানিং তার বাড়ির চারপাশের দেয়ালে যে যেমন পারছে মল-মূত্রত্যাগ করছে। একে তো ভক্তদের উৎপাতে বাড়ি থেকে বের হওয়া দায় সালমান খানের। কিন্তু তার মধ্যে তার বাড়ির চারপাশে যা হচ্ছে তাতে মেজাজ ঠিক রাখা দায় এই নায়কের।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের ব্যান্ডস্ট্যান্ডে সালমান খানের পৈতৃক ভিটে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। বাবা সেলিম খান ও মা সালমা খানের সঙ্গে এই বাড়িতে থাকেন সালমান। এই বাড়ির দেওয়ালে মূত্র বিসর্জন থেকে শুরু করে মলত্যাগ পর্যন্ত করে যাচ্ছে পথচারীরা।

এমনিতেই সালমান খানের বাড়ি যেখানে, সেই  এলাকাটা একটু শান্ত। এমনকী বাড়ির চারদিকে সেভাবে ঘন বসতিও নেই। এর জন্য লোকে খুব সহজেই বাড়ির গায়ে মল-মূত্র বিসর্জন করে পালিয়ে যাচ্ছে বলে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে অভিযোগও করেছিলেন সালমান। কিন্তু অভিযোগের সুরাহা হয়নি।
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে