বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৬:০৩:২৮

নিভৃতে সময় কাটালেন আদিত্য-ক্যাটরিনা

নিভৃতে সময় কাটালেন আদিত্য-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: সুন্দরী বান্ধবী ছেড়ে কেউ একঘেয়ে পার্টিতে যায় নাকি!‌ তাই প্রিয়বন্ধু রণবীর কাপুরের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন আদিত্য রায় কাপুর। সদ্য নতুন বাড়ি কিনেছেন রণবীর কাপুর।

গৃহপ্রবেশের অনুষ্ঠানে বলিউডের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বাদ যাননি প্রিয় বন্ধু আদিত্যও। সকলে চলে যাওয়ার পর চুটিয়ে আড্ডা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বাদ সাধলেন খোদ আদিত্যই। সেখানে না গিয়ে, বান্দ্রায় নিজের বাড়িতে ক্যাটরিনা কাইফের সঙ্গে নিভৃতে সময় কাটালেন।  

গতকাল বুধবার সন্ধ্যায় ক্যাটরিনাকে বান্দ্রায় নিজের বাড়িতে নিয়ে যান আদিত্য। অনেক রাত পর্যন্ত সেখানেই ছিলেন ক্যাটরিনা। ‘‌ফিতুর’‌ ছবির সময় থেকেই আদিত্য-ক্যাটরিনার ঘনিষ্ঠতা। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর আদিত্যর কাঁধে মাথা রেখেই নাকি দুঃখ ভুলছিলেন ক্যাটরিনা।

 তারপর থেকে মাঝে-মধ্যেই একসঙ্গে নৈশভোজ সারতে দেখা যায় তাঁদের। কিছু দিন আগে লঙ ড্রাইভেও গিয়েছিলেন। তবে সম্পর্কের কথা অস্বীকার করেছেন দু‌জনেই। তাঁদের দাবি, ভাল বন্ধু বলেই একে-অপরের সঙ্গে সময় কাটান। -আজকাল
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে