বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৬:০৫:৩৭

শাহরুখ আসছেন, তাই কি সালমানের জন্মদিনে আসবেন না আমির?

শাহরুখ আসছেন, তাই কি সালমানের জন্মদিনে আসবেন না আমির?

বিনোদন ডেস্ক: সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল, এ কথা জানেন বি-টাউনের প্রায় সকলেই। নিজের পরবর্তী ছবি ‘দঙ্গল’ সালমানকে দেখানোর জন্য মুখিয়ে আছেন, এ কথা ক’দিন আগে নিজেই জানান আমির খান। কিন্তু সালমানের জন্মদিনের পার্টিতে তিনি আসবেন না এ খবর মোটামুটি পাকা। কারণ, ওই পার্টিতে আসবেন শাহরুখ খান! হ্যাঁ, এখন এই জল্পনাতেই তোলপাড় গোটা বলিউড দুনিয়া।

সম্প্রতি বি-টাউনের একটি মিডিয়া বিপোর্টে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর জন্মদিনে সালমান নিজের পানভেলের ফার্মহাউসে বড়সড় পার্টির আয়োজন করছেন। সেই পার্টিতে আমন্ত্রিত বলিউডের প্রথম সারির সব সেলিব্রিটি। ওই রিপোর্টের দাবি, এখানে আমন্ত্রিত হলেও ওই দিন আসছেন না আমির খান। কারণ, ২৬ থেকে ২৯ ডিসেম্বর স্ত্রী কিরণকে নিয়ে মহারাষ্ট্রের পঞ্চগণীতে ছুটি কাটাতে যাচ্ছেন আমির। উপলক্ষ, আমির-কিরণের একাদশ বিবাহবার্ষিকী।

এই খবর সামনে আসতেই বি-টাউনে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রিপোর্টে সালমানের জন্মদিনের পার্টিতে আমিরের অনুপস্থির যে কারণ বলা হয়েছে তা মানতে রাজি নন অনেকেই। শোনা যাচ্ছে, পার্টিতে আমন্ত্রিত শাহরুখকে এড়িয়ে যেতেই মুম্বইয়ের বাইরে ছুটি কাটাতে যাচ্ছেন আমির!

বি-টাউনে এ কথা প্রায় সকলেই জানেন যে, বিগত ২১ বছরে প্রায় কোনও অনুষ্ঠানেই এক সঙ্গে দেখা যায়নি শাহরুখ-আমিরকে।

ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সালমানের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিতদের তালিকায় আমির খানের মতোই রয়েছেন বলিউড বাদশাও। আর যত দূর শোনা যাচ্ছে, সালমানের জন্মদিনের পার্টিতে আসবেন শাহরুখ। অতএব... এই জল্পনা আপাতত চলবেই।-আনন্দবাজার
১৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে