শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ১০:২১:৫১

আজ বিজয়ের আনন্দে দেখা দেবেন মিম

আজ বিজয়ের আনন্দে দেখা দেবেন মিম

বিনোদন ডেস্ক : বিজয় দিবসের এ দিনে মুক্তি পেল লাক্স তারকা বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘আমি তোমার হতে চাই’। অনন্য মামুন পরিচালিত সামাজিক গল্পনির্ভর পারিবারিক এ ছবিতে মিম ছাড়াও আরও অভিনয় করেছে বাপ্পি সাহা জন, দীপালি, মিশা সওদাগরসহ আরও অনেকে। এ ছাড়াও একটি আইটেম গানের মডেল হয়েছেন বলিউডের আইটেম কন্যা রাখি সাওয়ান্তে।

ছবিটি নিয়ে মিম বলেন, ‘বেশ আনন্দ নিয়ে ছবিটিতে অভিনয় করেছি। আজ বিজয়ের এই দিনে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল তাই বেশ উচ্ছ্বসিত আমি। আশা করি এতে আমার আর বাপ্পীর রসায়ন দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।’

ছবিটিতে সঙ্গীত আয়োজনে রয়েছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহম্মেদ হুমায়ন, নাভেদ পারভেজ ও অধ্যয়ন রূপক। আর গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, মমতাজ, আহম্মেদ হুমায়ন, তাসিন, শত্রুজিৎ, রশ্মি দে ও এসকিন। নৃত্য পরিচালক হিসেবে ছিলেন তানজিল ও আরিফ রোহান।

উল্লেখ্য, ছবিটিতে বাপ্পী সাহা নায়ক হিসেবে থাকলেও থাকছে না তার কণ্ঠ। ইভান শায়ের নামের একজন ডাবিং শিল্পীকে দিয়ে বাপ্পীর ভয়েস দেয়া হয়েছে। -যুগান্তর।
১৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে