শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ০২:০০:৫৮

বলিউডে স্থান পেতে কাকে বিয়ে করলেন এই পাকিস্তানি অভিনেত্রী?

বলিউডে স্থান পেতে কাকে বিয়ে করলেন এই পাকিস্তানি অভিনেত্রী?

বিনোদন ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরের উরির সেনা ছাউনিতে হামলা এবং তারপর সার্জিক্যাল স্ট্রাইক। এই দুইয়ের ধাক্কায় ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক অপাতত তলানিতে।
আর তার জেরেই পাকিস্তানি অভিনেতাদের ঘিরে জোরদার বিক্ষোভ শুরু হয় দেশের বিভিন্ন জায়গায়। ফলে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থেকে শুরু করে মাহিরা খান কিম্বা মাওরা হক্কানে, একে একে সবাইকে ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যেতে হয়।

রইস-এ ট্রেইলর মুক্তি পার আগেই শাহরুখ খান জানান, তাঁর সিনেমার প্রমোশনে পাকিস্তানের অভিনেত্রী মাহিরাকে দেখা যাবে না। আর এবার ইরফান খানের পরবর্তী সিনেমা হিন্দি মিডিয়াম থেকেও কি বাদ দেওয়া হচ্ছে পাক অভিনেত্রীকে?

এ বিষয়ে প্রশ্ন করা হলে ইরফান জানান, হিন্দি মিডিয়াম কবে মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানা নেই তাঁর। পাশাপশি, বিতর্ক না থামলে সাবা কামারকে ওই সিনেমা থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেছেন ইরফান।

ইরফান আরও বলেন, সাবা কামার নাকি এক ভারতীয়কে বিয়ে করেছেন। আর তাই, ওই পাকিস্তানি অভিনেত্রী বর্তমানে ভারতের বাসিন্দা। কিন্তু, পাক অভিনেত্রী কোনও ভারতীয় বিয়ে করেছেন, সে বিষয়ে ইরফান কিছু জানেন না বলেই করেছেন দাবি। পাশপাশি, পাক অভিনেত্রী এক ভারতীয়কে বিয়ে করেছেন বলে শুনেছেন, সঠিক জানেন না বলেও দাবি করেছেন ইরফান।
১৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে