শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ০৪:২৬:৫৬

নিঃস্বার্থ ভালবাসার বদলে শুধু অপমানিত হয়েছি : কঙ্গনা

নিঃস্বার্থ ভালবাসার বদলে শুধু অপমানিত হয়েছি : কঙ্গনা

বিনোদন ডেস্ক :‌ হৃত্বিক রোশনকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাওয়াত। না, নতুন কোনও অভিযোগ আনেননি তিনি। তবে হৃত্বিকের জন্য কী পরিমাণ মানসিক যন্ত্রণা সইতে হয়েছে, সেকথা সকলকে জানালেন। দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কঙ্গনা।

সেখানেই মনের কথা খুলে বলেছেন তিনি। কঙ্গনা জানিয়েছেন, ‘চিরকাল সত্যিকারের ভালবাসা খুঁজে বেড়িয়েছি। কিন্তু নিঃস্বার্থ ভালবাসার বদলে শুধু অপমানিত হয়েছি। পাহাড় একটি গ্রামে থাকতাম। সাহসী অথচ সরল প্রকৃতির  ছিলাম। জেদও ছিল প্রচুর। ওই ছোট্ট বয়সেই ছবি দেখে একটা মানুষের প্রেমে পড়ে যাই। শুধু তার জন্যই পাহাড়, সমুদ্র, মরুভূমি পার করেছিলাম। স্বপ্নকে ছুঁতেও পেরেছিলাম।

কঙ্গনা বলেন, তারাভর্তি আকাশের নীচে ভালবাসার মানুষটি আদরে ভরিয়ে দিয়েছিল। বলেছিল, সেও আমাকে ভালবাসে। আমি নাকি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নই। একটা অন্যরকম তেজ আছে। কিন্তু কঠোর বাস্তবের সামনে স্বপ্ন টেকেনি। আমার সেই তেজের সামনেই ভয়ে মুখ লুকিয়েছিল মানুষটি। এতটা নির্মম ব্যবহার সহ্য করতে পারিনি। সকলের সামনে নিজেকে শক্ত দেখালেও, ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম। আমার লেখা কিছু একান্ত ব্যক্তিগত চিঠি প্রকাশ্যে আনা হয়।

নায়িকা বলেন,  কত রাত ঘরের দরজা বন্ধ করে শুধু কেঁদেছি। আমাকে নিয়ে লোকে ঠাট্টা করতো। কোনওদিন ঘুরিয়ে জবাব দিইনি। বরং নিজেকে সামলে নিয়েছি। এখন আর কোনও আফসোস নেই।’‌ আইনি ঝামেলা চলাকালীন হৃত্বিককে নিয়ে আগেও মন্তব্য করেছেন কঙ্গনা। কিন্তু কখনও এত আবেগ প্রবণ হতে দেখা যায়নি তাকে। তবে হৃত্বিক তার মন্তব্য কতটা ভালভাবে নেবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে