শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ১১:৪০:০৯

বড়পর্দায় আসছে জয়ললিতা, নেপথ্যে রামগোপাল বর্মা

বড়পর্দায় আসছে জয়ললিতা, নেপথ্যে রামগোপাল বর্মা

বিনোদন ডেস্ক : প্রচারে থাকার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার৷ তাই ফ্লপের আগুন ছুঁতে পারেনি তার জনপ্রিয়তাকে৷ প্রচারের এই বাজারে সামনের সারিতে থাকতে এবারে পরিচালক রাম গোপাল বর্মার নতুন তুরুপের তাস সদ্য প্রয়াত তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনী৷

সিনেমার পর্দা থেকে আম্মার রাজনৈতিক উত্তরণের কাহিনি বড়পর্দায় তুলে ধরবেন বলে ঠিক করেই নিয়েছিলেন রামু৷ কিন্তু সদ্য প্রয়াত এআইডিএমকে নেত্রীকে নিয়ে এখনও আবেগের বন্যায় ভাসছেন মানুষ৷ তাই সরাসরি আম্মার জীবনকে না তুলে ধরে অন্য পথ অবলম্বন করতে চলেছেন পরিচালক৷ আম্মার পুরো কাহিনি তিনি দেখাবেন তার ছায়াসঙ্গী শশীকলার দৃষ্টিকোণ থেকে৷ তাই সিনেমার নামও নাকি হতে চলেছে ‘শশীকলা’৷

অবশ্য রামুর আগেও একবার জয়ললিতার জীবনকে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছিলেন পরিচালক মণিরত্নম৷ তবে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে৷ ‘ইরুভর’ নামের সেই ছবিতে জয়ললিতা ও তার মেন্টর এমজিআরের কাহিনি ফুটিয়ে তুলেছিলেন মোহনলাল ও ঐশ্বর্য রাই বচ্চন৷ সংবাদ প্রতিদিন

১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে