রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:৩৬:২৪

জন্মদিনে ‘বড় সারপ্রাইজ’ দেবেন সালমান খান!

জন্মদিনে ‘বড় সারপ্রাইজ’ দেবেন সালমান খান!

বিনোদন ডেস্ক : নতুন ছবি ‘টিউবলাইট’-এর টিজার তো আগেই মুক্তি পেয়েছে। নতুন কোনো প্রজেক্ট-এর মুক্তির খবর আপাতত নেই। তবে কী? আগামী ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে কী এমন বড় চমক দিতে চলেছেন সালমান খান? খবর ইন্ডিয়া টাইমসের।

বলিউডের ‘ভাইজান’-এর একটি ট্যুইটের পর থেকেই এই প্রশ্নই ঘুরছে টিনসেল টাউনে। সালমান ট্যুইট করে জানান, ‘তৈরি থাক। আসছে বড় সারপ্রাইজ। ’ বলি পাড়ার ‘সুলতান’-এর ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, জন্মদিনেই গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা করতে চলেছেন সালমান। আগামী জন্মদিনে ৫১ বছরে পা দেবেন তিনি।

এখানেই গুঞ্জন শুরু হয়েছে, তবে কি অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দেশের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর? স্পষ্ট উত্তর না মিললেও জোর জল্পনা রোমানিয়ান বান্ধবী লুলিয়ার সঙ্গে বিয়ের ঘোষণা করতে পারেন সালমান।

নিজের ফার্ম-হাউজে জন্মদিনের পার্টি সেলিব্রেট করলেও ভক্তদের জন্য সারপ্রাইজ ঘোষণা করেছেন ‘বাজরঙ্গি ভাইজান’। তাতে কী থাকে, আপাতত আগ্রহ নিয়ে সেই অপেক্ষাই করতে হবে!
১৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে