রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ১০:২০:৪৪

পারিশ্রমিক দিয়েও শাকিবকে কাজ না দিয়ে বিদায় করলেন পরিচালক

পারিশ্রমিক দিয়েও শাকিবকে কাজ না দিয়ে বিদায় করলেন পরিচালক

বিনোদন ডেস্ক: সপ্তাহ জুড়ে আলোচনায় শাকিব। তার উপর ক্ষেপেছেন পরিচাল বদিউল আলম খোকন। তাকে নিয়ে নতুন খবর হলো  আগামী ফেব্রুয়ারি থেকে ‘রংবাজ ২’ শিরোনামের নতুন ছবি শুরু করছেন এই পরিচালক।   

আর সেই ছবিতে শাকিবকে পারিশ্রমিক দেয়ার পরেও বাদ দিচ্ছেন তিনি। শাকিব খানের পরিবর্তে পরি আরিফিন শুভকে নেওয়া হচ্ছে।  আর নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি।

‘রংবাজ ২’ ছবির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল। তবে পরিচালক খোকন বর্তমানে পরিচালক সমিতির নির্বাচনের কারণে ব্যস্ত রয়েছেন।   ফলে শুটিং আগামী ফেব্রুয়ারিতে পিছিয়ে নেওয়া হয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত এবং সজল-মাহি অভিনীত ‘হারজিৎ’ ছবিটির কাজও বন্ধ রয়েছে নির্বাচনের কারণে।   জানুয়ারিতে আবার এই ছবির শুটিং শুরু হবে।

বদিউল আলম খোকন বলেন,  শাকিব বিভিন্ন জায়গাতে বলে বেড়াচ্ছেন, বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই। তিনি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন, তার কথা মতো আমরা কিছুই জানি না।   তাই তাঁকে সাইনিং মানি দিয়েও কাজটি আমরা করছি না। এটা আমার একটি প্রতিবাদ। শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করব না। সে কারণে এই ছবিতে আরিফিন শুভকে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সে ভালো অভিনেতা এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে তার মতো কোনো অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। কিন্তু তাঁকে নিয়ে আমি কাজ করবো না। কারণ সে নিজের অস্তিত্বকে অস্বীকার করেছে।
১৮ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে