রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ০৫:১৩:২২

CID সিরিয়ালে হার্ট অ্যাটাকে মৃত্যু ACP প্রদ্যুমানের!

CID সিরিয়ালে হার্ট অ্যাটাকে মৃত্যু ACP প্রদ্যুমানের!

বিনোদন ডেস্ক : ভারতের সনি টিভির সব থেকে পুরানো ও জনপ্রিয় ধারাবাহিক সিআইডির দর্শকসংখ্যা আজও নেহাত কম নয়। সিরিয়ালের বয়স বাড়লেও জনপ্রিয়তায় চিড় ধরেনি এতটুকু। জনপ্রিয়তা নেহাত কম নয় এসিপি প্রদ্যুমনেরও।

ইন্ডিয়াডটকমের এক প্রতিবেদনে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যু হয়েছে তার। না, গুজব নয়, একেবারে সত্যি। তার পর থেকে ধারাবাহিকের দর্শকদের মুখে একটাই প্রশ্ন, তবে কি বন্ধ হয়ে ‌যাবে সিআইডি?

তবে বাস্তবে নয়, প্রদ্যুমনের মৃত্যু হয়েছে ধারাবাহিকে। সম্প্রতি ধারাবাহিকের এক পর্বের শ্যুটিংয়ে প্রদ্যুমনের মৃত্যু দেখানো হয়েছে। ২৬ ডিসেম্বর সম্প্রচারিত হবে পর্বটি। সূত্রের খবর, জানুয়ারির প্রথম সপ্তাহে বন্ধ হয়ে ‌যাবে সিআইডির সম্প্রচার। মন খারাপ হল, তাই না?

প্র‌যোজকের দাবি, এসিপি প্রদ্যুমন অর্থাৎ শিবাজি সাতাম ও ইন্সপেক্টর দয়া ধারাবাহিকের পরবর্তী সিজ়নের জন্য তিন গুণ পারিশ্রমিক দাবি করছেন। ফলে তাদের পক্ষে আর ধারাবাহিক এগিয়ে নিয়ে ‌যাওয়া সম্ভব নয়।

১৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে