রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ০৫:১৮:২২

সানি লিওনের নতুন সমস্যা

সানি লিওনের নতুন সমস্যা

বিনোদন ডেস্ক: পাঁচ বছর পার হলো বলিউডে পা রেখেছেন সানি লিওন। ২০১১ সালে প্রথম তাকে দেখতে পাওয়া গিয়েছিল 'বিগ বস' সিরিজে৷

এই সিরিজ শেষ হতে না হতেই তিনি অভিনয় করে ফেললেন 'জিসম টু' ছবিতে৷ তারপরে কখনও শাহরুখ খান, আবার কখনও অক্ষয়কুমারের মতো তারকা তার সহ-অভিনেতা৷

সম্প্রতি বিবিসির মতে পৃথিবীর ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন সানি, যেটা তাকে বিস্মিত করেছে৷

এই বিস্ময় নিয়েই তিনি জানালেন, 'আমি এতোটা আশা করিনি৷ ওই তালিকায় জায়গা পেয়ে আমি সম্মানিত, কিন্তু বিস্মিতও৷ বলিউডে অনেকেই আছেন যারা অনেক ভালো ভালো কাজ করেন, কিন্তু তালিকায় জায়গা পেয়েছি আমি৷

এসব বিষয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে তার অকপট স্বীকারোক্তি, 'আমি ঠিক জানি না তারকা হওয়ার অনুভূতিটা ঠিক কেমন৷ আমি নিজেকে তারকা হিসেবে ভাবিও না৷

এটা ঠিক আমার জীবনে সাফল্য এসেছে৷ কিন্তু সেটা এসেছে আমার কঠোর পরিশ্রমের কারণে৷ আর এই জন্যই মানুষ আমাকে ঠিক যে চোখে তারকা হিসেবে দেখেন, আমি নিজেকে সেই চোখে দেখতে পারি না৷ এই কারণেই সব সময়ই আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করে৷
১৮ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে