রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ১০:২৯:৪৭

সন্তানের মা হবেন, ক্রিসমাস পার্টিতে নেই কারিনা!

সন্তানের মা হবেন, ক্রিসমাস পার্টিতে নেই কারিনা!

বিনোদন ডেস্ক : সন্তানসম্ভবা কারিনা কাপুর খান। যে কোনও সময় তিনি শিশুসন্তানের জন্ম দিতে পারেন। আর কোনও ঝুঁকি নিচ্ছে না পরিবার। তাই এবার হয়ত কাপুরদের পারিবারিক ক্রিসমাস পার্টিতে দেখা যাবে না কারিনাকে। সেই পৃথ্বিরাজ কাপুরের সময় থেকে কাপুরদের বাড়িতে ক্রিসমাস পার্টি হয়ে আসছে।

নিয়ম করে উপস্থিত থাকতেন কারিনা, করিশ্মা ও তাদের মা ববিতা। তার বাবা রনধীর কাপুর বলেছেন, ২০ ডিসেম্বর হয়ত শিশুসন্তানের জন্ম দিতে পারেন করিনা। তাই আগেভাগে কারিনা ক্রিসমাস পার্টি সেরে রাখছেন। সম্প্রতি মালাইকা অরোরার আমন্ত্রণে তার বোন অমৃতা অরোরার বাড়িতে ক্রিসমাসের নিমন্ত্রণে যান কারিনা।

ক্রিসমাস ট্রি পিছনে রেখে সেই ছবি পোস্ট করেছেন কারিনা। সব সময় করিনার সঙ্গে থাকেন তার বোন করিশ্মা। এই ছবিতে কিন্তু তিনি অনুপস্থিত। টিনসেল টাউনের খবর আবার বিয়ে করতে চলেছেন করিশ্মা কাপুর। তারই প্রস্তুতি সারছেন তিনি।
১৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে