সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:৫৮:৩৭

বছর শেষ রাতে সানি নাচবেন, কত টাকা অফার করা হয়েছে জানেন?

বছর শেষ রাতে সানি নাচবেন, কত টাকা অফার করা হয়েছে জানেন?

বিনোদন ডেস্ক: বছর শেষের রাতে কলকাতার এক অনুষ্ঠানে নাচের ফ্লোরে হাজির থাকতে পারেন সানি লিওন। একটি ওয়েবসাইটের খবর, এজন্য সানিকে পারিশ্রমিক বাবদ ৪ কোটি রুপি অফার করা হয়েছে।

৩১ ডিসেম্বরের রাতে কলকাতার ইকো পার্কে ওই অনুষ্ঠানে নাচের তালে পা মেলাবেন সানি। ৫ মিনিটের ডান্স পারফরম্যান্স করবেন তিনি। একটি প্রথম সারির ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তাঁকে এজন্য কন্ট্র্যাক্ট সাইন করিয়েছে। সম্ভবত, শাহরুখ খানের রইস ছবির আইটেম গান লায়লা ও লায়লায় নাচবেন সানি।

শোনা যাচ্ছে, সানির নাচ দেখতে যুগল পিছু টিকিটের দাম উঠেছে ৮৫০০ রুপি। পার্টিতে খাওয়া-দাওয়ার টিকিটের দাম ৩৫০০ রুপি। কিন্তু কুছ পরোয়া নেহি, সানি নাচবেন বলে কথা, তাই হটকেকের মতো বিক্রি হচ্ছে টিকিট।-এবিপি আনন্দ

১৯ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে