বিনোদন ডেস্ক : চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল মুখগুলোর উপস্থিতে রোববার অনুষ্ঠিত হয়ে গেল ১৬তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবার সিজেএফবি চিত্রনায়ক আরেফিন শুভকে সেরা অভিনেতা এবং পরীমনিকে সেরা অভিনেত্রী নির্বাচিত করেছে।
আজীবন সম্মাননা দিয়েছে খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী ও পরিচালকদের পুরস্কৃত করেছে। আর বিশেষ সম্মাননা দিয়েছে সঙ্গীতশিল্পী বেবী নাজনীনকে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে এ আয়োজন করা হয়। দেশের জাতীয় সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন বিভাগীয় সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ আয়োজন ঘিরে সংস্কৃতি ও বিনোদন জগতের প্রবীণ-নবীন তারকা শিল্পী-কলাকুশলীদের মিলনমেলায় পরিণত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, বিশেষ অতিথি সিজেএফবির প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেএফবির সভাপতি এনাম সরকার। এর আগে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক তামিম হাসান। আজীবন সম্মাননা অনুষ্ঠানের পর সঙ্গীত, টেলিভিশন এবং চলচ্চিত্র অঙ্গনের ২০১৫ সালের বছর সেরা তারকাদের মধ্যে ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন যারা-
চলচ্চিত্র : সেরা চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ইফতেখার চৌধুরীর ‘অগ্নি ২’। সেরা চলচ্চিত্র পরিচালক এসএ হক অলিক (আরও ভালোবাসবো তোমায়)। সেরা চলচ্চিত্র অভিনেতা আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন), সেরা অভিনেত্রী পরীমনি (আরও ভালোবাসবো তোমায়)।
টেলিভিশন : সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী (ইয়ার আলীর নতুন বউ)। সেরা অভিনেত্রী বিদ্যা সিনহা মীম (চিলি চকলেট)। সেরা নাট্যপরিচালক মাসুদ সেজান (লাইক অ্যান্ড কমেন্টস)।
সঙ্গীত : সেরা সঙ্গীত পরিচালক মিনার রহমান (আহা রে)। সেরা গায়ক হাবিব ওয়াহিদ (মন ঘুমায়রে)। সেরা গায়িকা দিলশাদ নাহার কনা (রেশমি চুড়ি)।
মডেল : সেরা মডেল (পুরুষ) জেমস (ব্ল্যাক হর্স)। সেরা মডেল (নারী) মীম চৌধুরী (ডিয়ন অ্যালমন্ড চকলেট)।
অন্যান্য ক্যাটাগরির পুরস্কার : সেরা উপস্থাপক-উপস্থাপিকা যৌথভাবে দেবাশীষ বিশ্বাস (তোমাকে পাওয়ার জন্য) ও আমব্রিনা সারজিন আমব্রিন (বিপিএল)। সমালোচক পুরস্কার পেয়েছেন সেরা ইভেন্ট (জাতীয়) রুবাইয়াত ঠাকুর রবিন (রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন) ও সেরা ইভেন্ট (আন্তর্জাতিক) স্বপন চৌধুরী (অন্তর শোবিজ)। সেরা প্রযোজক আরশাদ আদনান।
পুরস্কারের ফাঁকে ফাঁকে ছিল গান, নাচসহ নানা আয়োজন। জমকালো এ অনুষ্ঠানে যোগ দিতে আসা টিভি, চলচ্চিত্র ও সঙ্গীতজগতের শিল্পী আর কলাকুশলীরা অংশ নেন রেড কার্পেট আয়োজনে। গান পরিবেশন করেন জেমস, হাবিব, বেবী নাজনীন, হৃদয় খান ও মিনার। নাচসহ বিভিন্ন পারফর্মেন্সে অংশ নেন-নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মীম, তানজীন তিশা, সাফা কবীরসহ আরও অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন নিরব ও আমব্রিন।
১৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম