রিমন মাহফুজ: ‘সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশীয় কৃষ্টি-কালচারকে গুরুত্ব দিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে নতুন প্রজন্মের চলচ্চিত্রকারদের ভূমিকা রাখতে হবে। বিদেশী চলচ্চিত্রের আগ্রাসন রোধকল্পে সরকারকে এগিয়ে আসতে হবে। দেশীয় চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে ৬৪ জেলায় আধুনিকমানের সিনেপ্লেক্স তৈরি করতে হবে। যেন দেশের মানুষ সুস্থধারার চলচ্চিত্র দেখতে পারে।’
গতকাল ১৭ ডিসেম্বর বিকালে কুমিল্লায় রাজগঞ্জে গুগল শেপার আইটির সেমিনার কক্ষে সমতটের কাগজ ও পেন্টাগন গ্রুপ লিমিটেড-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। কবিসংসদ বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন কুমিল্লার জনপ্রিয় কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গীতিকার ক্লাবের সভাপতি আবুল হাসেম আল মামুন, ইনভেস্টমেন্ট ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌস হক, চলচ্চিত্র মঞ্চের আহবায়ক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল আনাম রায়হান, দৈনিক কুমিল্লার কাগজের নির্বাহী সম্পাদক-ফিচার মিডিয়া ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক হুমায়ূুন কবির জীবন, পেন্টাগন গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মইনুর রহমান মইনুর ও কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ-সাহিত্যিক নার্গিস খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। অনুষ্ঠানের শুরুত্বে প্রধান অতিথি চলচ্চিত্রকার হাবিবুল ইসলাম হাবিব-কে ফুলেল শুভেচ্ছা জানান-কুমিল্লা ট্যুরিস্ট মিশন-এর সভাপতি বরুন চক্রবর্তী ও অর্থ সম্পাদক শম্বু কুমার সাহা। বিশিষ্ট কবি ও গীতিকার শিপন হোসেন মানব-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-লেখক সাংবাদিক ফোরাম কুমিল্লার সভাপতি মো: মনির হোসেন, সমতটের কাগজ-এর সহকারি সম্পাদক-কলামিস্ট কাজী মো: আবু হানিফ, গুগল শেপার আইটি ফার্মের সিইও গিয়াস উদ্দিন পিয়াস, বীরমুক্তিযোদ্ধা-লেখক-কলামিস্ট ডা: দীনেশ ভট্টাচার্য, গুগল শেপার আইটি ফার্মের নির্বাহী পরিচালক গোলাম সারোয়ার, এডভোকেট গোলাম মোস্তফা, এডভোকেট মো: শাহাদাত হোসেন সুমন, ডাক দিয়ে যাই কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মুন্সী শফিকুল ইসলাম, মরমী লোকগীতি শিল্প গোষ্ঠী কুমিল্লার সাধারণ সম্পাদক শাদ বিন ইউসুফ, বিশিষ্ট কবি-সাহিত্যিক বিলাস চৌধুরী, ডাক দিয়ে যাই কুমিল্লা অঞ্চলের সহসভাপতি খালেদা ইয়াসমীন, সাহিত্য সম্পাদক তাছলিমা আক্তার (তানিশা), কবি শাকিল রহমান, কবি হাফিজুর রহমান তুহিন, প্রসন্ন কুমার রায়, দিবাকর সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কবি ও সাংস্কৃতিক সংগঠক মো: আশিকুর রহমান সবুজ, সাংস্কৃতিক সংগঠক নিজাম উদ্দিন রাব্বী, ব্যাংক কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠক নুসরাত জাহান তানিয়া, সুমাইয়া মেহজাবিন নিশু, মাহমুদ ইকবাল ও মেহেদী হাসান প্রমুখ।
১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস