বিনোদন ডেস্ক : একেবারে যেন বোমা ফাটালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার নিশানায় আবার সাবেক প্রেমিক সালমান খান। হ্যাঁ, ঠিকই শুনেছেন সালমান, যার হাত ধরেই বলিউডে এসেছিলেন ক্যাটরিনা।
সালমানের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে এখন পর্যন্ত বলিউডের কেউ সাহস না করলেও, ‘কফি উইথ করণ’– অনুষ্ঠানে গিয়ে এমন কাণ্ডই ঘটালেন একদা তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা।
সালমান কেমন মানুষ, তা জানতে চান অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর। এক মুহূর্ত সময় নষ্ট না করে সালমানকে ‘ছল চাতুরিতে ওস্তাদ’ বলে বসেন ক্যাটরিনা। পরিচালক করণ জোহর তো বটেই, তার এমন জবাবে অবাক হয়ে যান পাশে বসা বলিউডের আরেক অভিনেত্রী অনুষ্কা শর্মাও।
সালমানের সঙ্গে সম্পর্ক থাকাকালীন কোনদিন প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি তাকে। সালমান প্রসঙ্গ এড়াতে এর আগে বেশ কয়েকবার ‘কফি উইথ করণ’–এ আসার প্রস্তাব খারিজ করেছেন। কিন্তু রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর নাকি ক্যাটরিনা বেপরোয়া হয়ে গেছেন।
তাই বলিউডে তাকে জায়গা করে দেওয়া সালমানকে খোঁচা দিতে দু’বার ভাবছেন না। শুধু সালমানই নয় অভিনেতা বরুণ ধাওয়ান এবং অর্জুন কাপুরের ওপরও নাকি বেশ রেগে আছেন তিনি। করণকে তিনি বলেছেন, বরুণ এবং অর্জুন নাকি তাকে একেবারে অপছন্দ করেন। তার নামে যা তা বলে বেড়ান।
১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস