সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ০৭:৩৪:১৫

হিরো আলমের এই ভিডিও দেখলে সালমান খানও আত্মহত্যা করবেন!

হিরো আলমের এই ভিডিও দেখলে সালমান খানও আত্মহত্যা করবেন!

বিনোদন ডেস্ক : এই ভিডিও দেখলে হয়ত সালমান খানও আত্মহত্যা করবেন। '  না এটা আমাদের কথা নয়, এমনই শিরোনামের একটি খবর প্রকাশ করেছে বলিউডের একটি বিনোদনধর্মী গণমাধ্যম।

ওই পত্রিকার খবরে বলা হয়েছে, বাংলাদেশে হিরো আলম নামের এক ব্যক্তি সালমান খানের 'হ্যালো ব্রাদার' ছবির একটি গানের বাংলা ভার্সনে পারফর্ম করেছেন। সংবাদের সাথে হিরো আলমের পারফর্ম করা সেই ভিডিওটিও সংযুক্ত করা হয়েছে।   

ভিডিওতে দেখা গেছে, সালমান খান ও রানি মুখার্জি অভিনীত 'সারকি জো সার সে' গানের বাংলা ভার্সনে হিরো আলম সালমান খানের ভূমিকায় পারফর্ম করেছেন। সাথে এক মেয়েকে নায়িকা বানিয়ে তার সাথে নেচেছেন।

খবরে আরো বলা হয়েছে, হ্যালো ব্রাদার নামের ছবিতে সালমান খানের একটি হার্ট এটাকের দৃশ্য রয়েছে। এখন সালমান খান যদি তার গানে হিরো আলমের এই পারফর্ম দেখেন তাহলে সেই ছবির মতো এবার সত্যি সত্যি স্ট্রোক করবেন।  

হিরো আলম বাংলাদেশের বগুড়ার একজন ডিশ ব্যবসায়ী। শখের বশে নিজের স্থানীয় চ্যানেলে কিছু গানের সাথে পারফর্ম করে সেই ভিডিও প্রচার করেন। কিছুদিন আগে সেইসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। বতর্মানে হিরো আলম বাংলাদেশে অনলাইন মাধ্যমে অন্যতম চর্চিত একজন ব্যক্তিত্ব।

১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে