বিনোদন ডেস্ক : গত কয়েক মাস মিডিয়ায় ঝড় তোলা আলোচিত নামই ছিলো আশরাফুল আলম, যাকে হিরো আলম নামেই চেনে সবাই। দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবেশি দেশ ভারতেরও সমান ভাবে চর্চিত নাম হিরো আলম। মিউজিক ভিডিও প্রচার করে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দেন বগুড়ার এই সন্তান।
গুগলে তাকে সার্চ করছে লক্ষ লক্ষ মানুষ। সম্প্রতি ইয়াহু ইনডিয়ার এক জরিপের হিসেব অনুযায়ী বলিউড সুপারস্টার সালমান খানকেও ছাড়িয়ে গেছেন বগুড়ার হিরো আলম।
এবার ভক্তদের জন্য দিলেন আরেক চমক জাগানিয়া খবর। সোশ্যাল মিডিয়া ও ইউটিউব মাতানোর পর এবার নতুন বছরে বড়পর্দা মাতাতে আসছেন হিরো আলম। মো. রাসেল মিঞার পরিচালনায় ‘প্রাণ মানুষ’ সিনেমায় মূল চরিত্রেই দেখা যাবে হিরো আলমকে। ২০১৭ সালেই ছবিটি মুক্তি পাবে বলে জানান ছবিটির পরিচালক রাসেল মিঞা।
নায়িকা হিসেবে কার সঙ্গে কাজ করতে চান জানতে চাইলে প্রথমেই হিরো আলম বলেন অপু বিশ্বাসের কথা। বলেন, বগুড়ার তারকা অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করতে ভালোই লাগবে তার। এছাড়া বিদ্যা সিনহা মীমের সঙ্গেও অভিনয়েরও ইচ্ছা আছে তার।
নায়ক হিসেবে সহশিল্পী হিসেব তার পছ্ন্দ ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অনন্ত জলিলকে। অনন্ত জলিলের পরবর্তী ছবি ‘দ্য স্পাই’ এও তাকে দেখা যাবে বলে জানান হিরো আলম।
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস