বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০১:৪৪:৩৮

ফেসবুক স্ট্যাটাসে তিনাকে নিয়ে যা বললেন রিয়াজ

ফেসবুক স্ট্যাটাসে তিনাকে নিয়ে যা বললেন রিয়াজ

বিনোদন ডেস্ক: ঢালিউডের রোমান্টিক নায়ক রিয়াজ ভালোবেসে বিয়ে করেছেন মডেল তিনাকে। এরইমধ্যে বিয়ের নয়টি বছর পার করেছেন তিনা-রিয়াজ দম্পতি। ভালোবাসার সংসারে সুখের পায়রা হিসেবে যুক্ত হয়েছে একমাত্র মেয়ে। যাকে ঘিরেই এখন তাদের পথচলা।

গত রোববার ছিল রিয়াজ ও তিনার দশম বিবাহবার্ষিকী ছিল। ঘরোয়াভাবে মেয়েকে সঙ্গে নিয়ে এবারের বিবাহবার্ষিকী পালন করেছেন এ হিরো। সেই উপলক্ষে রিয়াজ তার মনের কিছু কথা ফেসবুকে মাধ্যমে তার ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন।

ফেসবুকে তিনি লিখেছেন: আনন্দ বেদনায় পথ চলা হাতে রেখে হাত, পাওয়া না পাওয়ার কাব্য। মিষ্টি ঝগড়া আর দুষ্টু খুনসুটিতে সময়ের পথে ডানা মেলে উড়ে চলা । প্রাপ্তি এক রাজকন্যা যাকে ভোর বেলা তুলে এনে বুকের বিছানায় ঘুম না পড়ালে চলে সারাদিনের অভিমান।

টুকরো কথার মত নয়টি বছর পেরিয়ে আগামী সুখের ঠিকানায় যাত্রা শুরু… কৃতজ্ঞতা তিনাকে, আমার বন্ধুদেরকে, আত্মীয় অনাত্মীয় সবাইকে, এই পৃথিবীর আলো বাতাস আগুন পানি মাটির কাছে, কৃতজ্ঞতা সৃষ্টিকর্তাকে বিবাহিত জীবনের এই নয়টি বছর সুখে রাখার জন্য ও আগামী সময় আরও ভালো রাখার জন্য।

২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে