বিনোদন ডেস্ক: বাড়ি ফেরার কারণটা খোলসা করলেন প্রিয়ঙ্কা নিজেই। সামনের বছর বলিউডে দু’টো ছবি করবেন তিনি। সে ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নিতেই তাঁর ভারতে আসা। নায়িকা জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যেই তিনি ঠিক করে ফেলবেন, কোন দু’টো ছবি করবেন।
‘কোয়ান্টিকো’ আর ‘বেওয়াচ’এর জন্য এ বছরটা প্রায় পুরোই বাইরে কাটিয়েছেন প্রিয়ঙ্কা। কিন্তু ‘বেওয়াচ’এর ট্রেলারে তাঁর কয়েক মুহূর্তের উপস্থিতি হতাশ করেছে ভক্তদের। প্রিয়ঙ্কা অবশ্য আশ্বাস দিয়েছেন, ‘‘ছবিটা মুক্তি পাবে মে মাসে আর এটা তো সবে ডিসেম্বর! নজর রাখুন, আরও অনেক কিছু আসছে।’’-এবেলা
২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ