বিনোদন ডেস্ক: ছবির শুটিং শেষ। এখন শুধু মুক্তির দিন গোনা। ‘জলি এলএলবি ২’-এর নাম সাম্প্রতিক কালে অনেক বার শিরোনামে উঠে এসেছে, বিভিন্ন কারণে। তার মধ্যে অন্যতম দু’টি। প্রথমত, এই ছবির জন্য দৈনিক এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অক্ষয় কুমার। বলিউডের ইতিহাসে এত বড় অঙ্কের পারিশ্রমিক এর আগে কেউ নেননি বলেই খবর। দ্বিতীয়ত, মাত্র ৩০ দিনের মধ্যে শুটিং শেষ করে রেকর্ড করেছে পরিচালক সুভাষ কপূরের ‘জলি এলএলবি ২’।
এই সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০১৩-র ১৫ মার্চ। ২০১৪-য় দু’টি জাতীয় পুরস্কার-সহ মোট ৮টি পুরস্কার জিতেছিল ‘জলি এলএলবি’। ‘জলি এলএলবি ২’ নিয়েও বলিউডের প্রত্যাশা অনেকটাই। অক্ষয়ের বিপক্ষে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অন্নু কপূরকে। কমেডি, অ্যাকশন, থ্রিল, সাসপেন্স— সবই রয়েছে এই ছবিতে।
সারা দিন ধরে মক্কেল খুঁজেবেড়ানো এক জন সাধারণ আইনজীবী হঠাত্ করে কী ভাবে একটা বড় খুন আর ষড়ষন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং কী ভাবেই বা রহস্যের জাল কেটে বেরিয়ে আসার চেষ্টা করছেন— তা নিয়েই এগিয়েছে ‘জলি এলএলবি ২’-এর চিত্রনাট্য। তবে এই গল্পেও ‘হ্যাপি এন্ডিং’ পাওয়া যাবে কি না তা এখনই বলা মুসকিল! কারণ, মামলা থামিয়ে দিতে জলিকে (অক্ষয়) গুলি করে আততায়ীরা। তার পর... শেষমেশ ঠিক কী হতে চলেছে তা জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সকলকে। কারণ, ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। আপাতত দেখে নেওয়া যেতে পারে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জলি এলএলবি ২’-র ট্রেলারটি।-আনন্দবাজার
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস