বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০২:০৪:২৬

এবার লন্ডনে মুক্তি পাচ্ছে ‘আয়নাবাজি’

এবার লন্ডনে মুক্তি পাচ্ছে ‘আয়নাবাজি’

বিনোদন ডেস্ক: বাংলাদেশ,কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়ায় সাফল্যের পর এবার লন্ডনে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’।

আগামী ৭ জানুয়ারি থেকে বড়পর্দায় ছবিটি উপভোগ করা যাবে সেখানে।সম্প্রতি সেখানে ছবিটির মুক্তির সম্মানার্থে লন্ডন বরো অফ টাওয়ার হেমলেটসে মেয়রের অফিসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ছবিটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বলইয়েন সিনেমা হলে প্রদর্শিত হবে। হলটি লন্ডন ইসিক্স ওয়ানপিডাব্লিউতে অবস্থিত, ইস্ট হাম ৭-১১ বারকিং রোডে অবস্থিত।

ছবিটি পরিচালিত এবং প্রদর্শিত করছে এ সেভেন এইটসিক্স স্টুডিও নামক লন্ডনের একটি আর্কিটেক্টচার এবং ক্রিয়োটিভ মিডিয়া প্রতিষ্ঠান।

বলইয়েন সিনেমা হল লন্ডনের একটি আদর্শনীয় স্থানে অবস্থিত এবং জনপ্রিয় এ হলটিতে ২৫০জন দর্শকের একইসঙ্গে বসে ছবি উপভোগ করার ব্যবস্থা আছে।
২১ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে