বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৪:৩৩

একই চিকিত্সকের হাতে কারিনা ও তৈমুরের জন্ম?

একই চিকিত্সকের হাতে কারিনা ও তৈমুরের জন্ম?

বিনোদন ডেস্ক: সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই কারিনাকে নিয়ে অনেক গসিপ চালু ছিল ইন্ডাস্ট্রিতে। কেউ বলেছিলেন লন্ডনে সন্তানের জন্ম দেবেন তিনি। কেউ বা বলেছিলেন, মুম্বইয়ের বাইরে কোথাও জন্ম নেবে সাইফ-কারিনার প্রথম সন্তান।

কিন্তু সে সব গুজবকে মিথ্যে প্রমাণ করে গত ২০ ডিসেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে তৈমুরের জন্ম দিয়েছেন কারিনা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ৩৬ বছর আগে করিনার জন্মের সময় তাঁর মা ববিতার ডেলিভারি করিয়েছিলেন চিকিত্সক রুস্তম পি সুনাওয়ালা। গত মঙ্গলবার করিনার ডেলিভারির সময়ও তিনিই ছিলেন। অর্থাত্ মা ও ছেলের জন্ম হয়েছে একই চিকিত্সকের হাত ধরে।

এমনকী কাপূর পরিবারের আরও দুই বিখ্যাত সন্তান রণবীর ও কারিশ্মার জন্মও হয়েছে এই চিকিত্সকের হাতেই। দীর্ঘ দিন ধরে মুম্বইতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম রয়েছে রুস্তমের। বচ্চন ও কাপূর পরিবারের পারিবারিক চিকিত্সকও তিনি।-আনন্দবাজার
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে