বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০৪:০৭:০৮

‘দেমাগ’র তানিন সুবহা

‘দেমাগ’র তানিন সুবহা

নিজস্ব প্রতিবেদক :  এ সমরয়র চিত্রনায়িকা  তানিন সুবাহ। তার সুনিপুণ অভিনয় দক্ষতা আর গ্লামার দিয়ে আলোচনায় রয়েছে চিত্রজগতে। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তানিন নতুন সিনেমায় নাম লিখিয়েছেন। সিনেমার নাম ‌‌‌‍দেমাগ'। এটি পরিচালনা করছেন এ আর মুকুল নেত্রবাদি। এর কাহিনি লিখেছেন পি জি মোস্তফা। দেমাগে তানিন সুবহার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক রিপন গাজী।

তানিন সুবহা জানান, “দেমাগ ” চলচ্চিত্রটির কাহিনি ও গল্প শুনে আমার খুব ভালো লেগেছে। খান মঞ্জিল ও চৌধুরী মহল দুটি পরিবারের দ্বন্দ্ব নিয়ে এই সিনেমার মুল কাহিনি এগিয়ে গেছে। পরিচালক এ আর মুকুল নেত্রিবাদির সাথে দ্বিতীয় ছবি ।
তানিন সুবাহা ছাড়াও দেমাগ সিনেমায় আরও অভিনয় করছেন রেহানা জলি, সিরাজ হায়দার, গাঙ্গুয়া, কাবিলা প্রমুখ।
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে