বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ০৩:৪৭:৫০

টিকিটের দাম বাড়াবেন না : আমির খান

টিকিটের দাম বাড়াবেন না : আমির খান

বিনোদন ডেস্ক: আমির খান অভিনীত সিনেমা ‘‌দঙ্গল’‌ ঘিরে ইতিমধ্যে আগ্রহ তুঙ্গে পৌঁছেছে। এই সুযোগে অনেক হল মালিকই টিকিটের মূল্য বাড়িয়ে দিতে শুরু করেছে। এই অবস্থায় টিকিটের দাম না বাড়াতে ডিস্ট্রিবিউটরদের কাছে আবেদন করলেন আমির খান। মুম্বাই থেকে এই নিয়ে একটি প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে,  ডিস্ট্রিবিউটররা যেন ‘‌সুলতান’‌–এর মত অন্যান্য বড় সিনেমার মতই দঙ্গলের সিনেমার টিকিটের দাম রাখেন।

আরও বলা হয়েছে, দঙ্গল এমন একটি সিনেমা যা যতবেশি সংখ্যক মানুষের কাছে যায় ততই ভাল। ডিস্ট্রিবিউটরদের দাম বাড়ানোর পাশাপাশি দঙ্গলকে যাতে করমুক্ত করা যায় চেষ্টা চালাচ্ছেন ৫১ বছর বয়সী আমির খান। ১২ রাজ্যে সিনেমাটিকে করমুক্ত করার জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। কুস্তিগীর মহাবীর সিং ফোগাত এবং তাঁর দুই অলিম্পিকে পদক জয়ী মেয়ে গীতা এবং ববিতার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে দঙ্গল। ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা।

২২ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে