বিনোদন ডেস্ক : সুমাইয়া জাফর সুজানা একজন মডেল ও অভিনেত্রী হিসেবে বেশ আলোচিত। তিনি ক্যারিয়ারের শুরু থেকে এ যাবৎ বহু বিজ্ঞাপন ও নাটকে অভিনয়ের মাধ্যমে অর্জন করেছেন তারকাখ্যাতি।
মিডিয়ার বাইরে আরও একটি পরিচয় রয়েছে সুজানার। এর সেটা হলো সমাজসেবী। মিডিয়ায় কাজের বাইরে অসহায় গরিব-দুস্থ মানুষের পাশে গিয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে আসছেন অনেক দিন থেকেই। যা অনেকেরই অজানা।
‘চ্যাশাস হোম’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত সুজানা। কাজের ব্যস্ততার পাশাপাশি সেখানে সময় দেন তিনি।
এ প্রসঙ্গে সুজানা বলেন, আমি ছোটবেলা থেকেই এমন। কেউ কষ্টে আছেন এমনটা দেখলে খুব খারাপ লাগে। আর তাছাড়া একটা সামাজিক দায়বদ্ধতা যে আছে সেটা অনুভব করি সবসময়। সে জায়গা থেকে মূলত এ কাজটি করা।
এদিকে বর্তমানে একাধিক ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সুজানা। তার অভিনীত তিনটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে।
এর মধ্যে রয়েছে সাজ্জাদ সুমনের পরিচালনায় বাংলাভিশনে ‘নন স্টপ’, গৌতম কৈরীর পরিচালনায় মাছরাঙা টিভিতে ‘অপূর্বা’ ও রহমতউল্লাহ তুহিনের পরিচালনায় বৈশাখী টেলিভিশনে ‘গন্তব্য নিরুদ্দেশ’।
ধারাবাহিকে খুব বেশি কাজ করতেন না তিনি। তবে গল্প ভাল লাগায় এ নাটকগুলোতে চলতি বছর থেকে অভিনয় শুরু করেছেন সুজানা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকে আমি কাজের ব্যাপারে খুব চুজি। অনেক প্রস্তাব থাকলেও গল্প, কো-আর্টিস্ট এমনকি নির্মাতা এসব ভেবে তারপর সিদ্ধান্ত নিয়ে কাজ করে আসছি।
এদিকে সম্প্রতি বেশকিছু নতুন নাটকের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন সুজানা। কিন্তু অভিনয়ের ব্যাপারে এখনও চূড়ান্ত করেননি কোনটিই। তবে শিগগিরই কিছু নাটক নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান জনপ্রিয় এ মডেল অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি পরিবার পরিজন নিয়েও ভাল সময় কাটাচ্ছেন সুজানা। কর্মজীবন আর ব্যক্তিজীবন দুটোতেই সুসময় যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সুজানা বলেন, আমি আমার কাজটি যেমন আন্তরিকতার সঙ্গে করি তেমনি পরিবারের প্রতিও অনেক সিনসিয়ার। আর সেটা থাকাটাই স্বাভাবিক।
মডেলিংয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এ মুহূর্তে নতুন কোন বিজ্ঞাপনে কাজ করছেন না সুজানা। ভাল প্রজেক্ট পেলে তবেই নতুন করে বিজ্ঞাপনের কাজে নিয়মিত হবেন বলে জানান তিনি।
১৩ অক্টোব, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন