বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ০১:২০:৩০

হলিউডের ছুটি কাটাতে বলিউডে প্রিয়াঙ্কা

হলিউডের ছুটি কাটাতে বলিউডে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ‘কোয়ান্টিকো’ আর ‘বেওয়াচ’-এর জন্য দীর্ঘ হলিউড মিশনের পর স্বপ্নের শহরে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম তার বলিউডে ফেরার খবর নিশ্চিত করেছে।

পাশাপাশি প্রিয়াঙ্কার বরাত দিয়ে তারা জানিয়েছে, বলিউডে দুইটি চলচ্চিত্রে অভিনয়ের সম্ভাবনা রয়েছে তার।

তবে এই ফেরা চূড়ান্ত কিছু নয়। কাজের ফাঁকে বলিউডকে একটু সময় দেওয়ার বাইরে আসছে বছরেও হলিউডে ব্যস্ত থাকবেন এই অভিনেত্রী।

এ বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত বলিউড চলচ্চিত্র ‘জয় গঙ্গাজল’ ছবিটি। এর বাইরে বছরের বেশিরভাগ সময়ই তিনি ব্যস্ত ছিলেন হলিউড প্রকল্প নিয়ে। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর বলা হয়েছে, দেশে ফিরে আগামী জানুয়ারির শেষ নাগাদ দুটি চলচ্চিত্রের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

বলেছেন,  ‘আমি আগামী বছর দুটি বলিউড ছবি করবো। জানুয়ারি মাসের শেষের দিকে নিশ্চিত করবো, কোন দুটি চলচ্চিত্রে অভিনয় করছি।’

এই ফেরাটা আসলে প্রিয়াঙ্কার ক্ষেত্রে একটি বিরতি পর্বের উদযাপন। বস্তুত ‘কোয়ান্টিকো’র কাজে খানিকটা বিরতি চলছে। সেই বিরতিতে বলিউডকে একটু সময় দিতেই এখানে আসা তার।
সোজা ভাষায়, হলিউডের ছুটি কাটাতেই বলিউডে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। -টাইমস অব ইন্ডিয়া।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে