বিনোদন ডেস্ক : বলিউডের ছবিতে রগরগে আবেদনময়ী চরিত্রে অভিনয় করে বিতর্কিত হলেও তারকা বনে গেছেন সাবেক পর্নস্টার সানি লিওন। তবে তারকা হলেও এতদিন পর্যন্ত বলিউডের খান সাম্রাজ্যে পাড়ি দিতে পারেননি।
অবশেষে সেই দেয়ালও ভাঙলেন তিনি। এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গেই আইটেম গানে কোমর দুলালেন পর্ন দুনিয়ার সাবেক এ রানীকে।
শাহরুখ খানের আগামী ছবি ‘রইস’-এর আইটেম গানে একসঙ্গে নেচেছেন শাহরুখ ও সানি। গানটি আশির দশকে কোরবানি ছবির ‘লায়লা লায়লা ও লায়লা’র নতুন সংস্করণে তৈরি করা হয়েছে।
ওই সময় গানের তালে তালে ঠোঁট মিলিয়েছিলেন ফিরোজ খান এবং জিনাত আমান। নতুন সংস্করণে পর্দায় রয়েছেন বলিউড বাদশা শাহরুখ ও সানি লিওন।
বুধবার জিমিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। আর তাতেই হুমড়ি খেয়ে পড়েছেন শাহরুখ-সানি ভক্তরা। গানটি এরই মধ্যে ৬০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।
রাহুল ঢোলাকিয়া পরিচালিত 'রইস' সিনেমায় ১৯৮০ সালের গুজরাটের চিত্র তুলে ধরা হয়েছে। এতে শাহরুখ খানকে একজন চোরাচালানকারির চরিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন মাহিরা খান ও নওয়াজ উদ্দিন সিদ্দিক। আগামী বছরের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'রইস'।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম