বিনোদন ডেস্ক: ২০১৬ শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে একনজরে দেখে নেওয়া যাক এবছরে বলিউডের কোন নায়ক সবচেয়ে বেশি আয় করেছেন
অক্ষয় কুমার: তালিকার শীর্ষে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। তাঁর অভিনীত ছবি ‘এয়ারলিফ্ট’ এবং ‘রুস্তম’, এবছরের পাঁচ সেরা সবচেয়ে বেশি আয় হওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে। বক্স অফিস থেকে এবছর অক্ষয়ের আয় ৩৬৪.৭৩ কোটি টাকা
salman-khan : দ্বিতীয় স্থানে রয়েছেন সুপারস্টার সলমন খান, কারণ তাঁর ছবি সুলতান এবছর বক্স অফিসে ব্লকবাস্টার হিট। বক্স অফিস থেকে ভাইজানের আয় ৩০০.৪৫ কোটি টাকা
এবছর বক্স অফিস থেকে শাহরুখের আয় ১৫০.০৪ কোটি টাকা।
সুশান্ত সিংহ রাজপুত: সুশান্ত সিংহ রাজপুতের ছবি ‘এম.এস ধোনি’ এবছর বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। এবছর তাঁর আয় ১৩৩.০৪ কোটি টাকা
রীতেশ দেশমুখ: অভিনেতা রীতেশ দেশমুখও রয়েছেন এই তালিকায়। বক্স অফিস থেকে তাঁর মোট কালেকশনের পরিমাণ ১৩১.৫৩ কোটি টাকা। রীতেশের মরাঠি ছবি ‘লাই ভারী’, এবছরের অন্যতম হিট ছবি। খবরের সূত্র বলিউড হাঙ্গামা -এবিপি আনন্দ
২২ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস