বিনোদন ডেস্ক: আগামীকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) সারাদেশে মুক্তি পাচ্ছে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা এস এ হোক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ ছবি।
পরিচালক অলিক জানিয়েছেন, রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, বলাকা, মধুমিতা ছাড়াও দেশজুড়ে ৪২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। পরবর্তীতে দর্শকদের চাহিদা বিবেচনা করে আরো বেশি হলে মুক্তি দেয়া হবে।
এখন দেখে নিন, যেসব হলে মুক্তি পাচ্ছে ‘এক পৃথিবী প্রেম’।
বসুন্ধরা সিনেপ্লেক্স- ঢাকা, বলাকা- ঢাকা মধুমিতা- ঢাকা, শ্যামলি- ঢাকা, সনি- ঢাকা, গীত- ঢাকা, পূর্ণিমা- ঢাকা, চিত্রামহল- ঢাকা, শাহীন- ঢাকা, পূনম- ঢাকা,নিউ গুলশান- জিঞ্জিরা, রানী মহল- ডেমরা, চম্পাকলি- টঙ্গী।
চান্দনা- জয়দেবপুর, শাপলা- রংপুর, শঙ্খ- খুলনা, চিত্রালী- খুলনা, নবীন- মানিকগঞ্জ , বনানী- কুষ্টিয়া, সঙ্গীতা- সাতক্ষীরা, সেনা অডিটরিয়াম- ময়মনসিংহ , সেনা অডিটরিয়াম- সাভার, তাজ- নওগাঁ, শান্তনা- হাজীগঞ্জ, কেয়া- টাঙ্গাইল, কল্লোল- মধুপুর, বিজিবি- সিলেট ,আলমাস- চট্টগ্রাম, পূরবী- চট্টগ্রাম, অভিরুচি- বরিশাল,মোহনা- কোনাবাড়ী, উপহার- রাজশাহী, মনোয়ার- জামালপুর, মডার্ন- দিনাজপুর , হ্যাপী- লক্ষীপুর, মৌসুমী-সিরাজগঞ্জ , মনিহার- যশোর, মধুমিতা- কুমিল্লা, চাঁদমহল- কাঁচপুর , মমতা- মাধবদী, রূপকথা- পাবনা, রজনীগন্ধা- চালা।
২২ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস