শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০২:২১:৩১

যে কারণে আমির খানকে ছাড়িয়ে শীর্ষে গেলেন হৃতিক

যে কারণে আমির খানকে ছাড়িয়ে শীর্ষে গেলেন হৃতিক

বিনোদন ডেস্ক: সেপ্টেম্বর মাসে থেকে এই তালিকায় বিভিন্ন বলিউড সুপারস্টারদের নাম এসেছে। শেষ পর্যন্ত অনেকেই ভেবেছিলেন আমির খানই এই তালিকার শীর্ষে থাকবেন। কিন্তু, ডিসেম্বর মাসের মাঝখানে তালিকার চিত্র বদলে গেল। ৭৪ কোটি রুপি কর জমা দিয়ে আমির খান এখন দ্বিতীয় স্থানে। ৮০ কোটি টাকা আগাম কর দিয়ে আমির খানকে ছাড়িয়ে গেলেন হৃতিক রোশন। আয়করদাতাদের তালিকায় এখন আগাম কর দেয়ায় শীর্ষে হৃতিক।

গতবছর ডিসেম্বর পর্যন্ত হৃতিক মোট ৫০ কোটি রুপি আয়কর জমা দিয়েছিলেন। এই বছর সেই রুপি বেড়ে দাঁড়িয়েছে ৮০ কোটি। প্রথম এবং দ্বিতীয় স্থানের পর আগাম কর দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর। বলিউড সুপারস্টারদের মধ্যে এখন অর্থের নিরিখে ২০১৬ বেশ ভালই যাচ্ছে হৃতিকের মনে করছে বলিউড পাড়া।-আজকাল

২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে