মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ১২:৪১:০২

নকল থেকে নকল ছবি ‘আজব প্রেম’

নকল থেকে নকল ছবি ‘আজব প্রেম’

বিনোদন ডেস্ক : নকলের অভিযোগের গণ্ডি থেকে কিছুতেই বের হতে পারছে না বাংলাদেশি চলচ্চিত্র। একের পর এক নকল ছবি নির্মাণ করে দর্শকদের সাথে প্রতারণাই করে চলেছে নির্মাতারা। আর এই নকল যেন প্রতিহত করার কোনোই উপায় নেই।

সম্প্রতি তুমুল হৈ চৈ হয়েছিলো শাকিব খানের লাভ ম্যারেজ নকল হওয়ায়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাপ্পী ও আঁচল আঁখি অভিনীত ‘আজব প্রেম’ ছবি। তবে এই ছবিটি শুধু নকল তা নয়। এটিকে বলা হচ্ছে নকলেরও নকল।

জানা গেছে, আগামী ১৬ আক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘আজব প্রেম’ সিনেমাটি। এ সিনেমাটি নকল করা হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ শিরোনামের সিনেমা থেকে।

‘আজব প্রেম’ সিনেমার প্রকাশিত ট্রেইলার, গান, পোস্টার থেকে নকলের আলামত পাওয়া গেছে। এটি শুধু নকল নয় নকল সিনেমার নকল। একই সঙ্গে  এ বিষয়টি নিশ্চিত করেছেন এ সিনেমার সংশ্লিষ্ট একটি সূত্র।

এ সূত্রে আরো জানা যায়- সিনেমাটি প্রায় এক বছর আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও নকল কথাটি মোচনের জন্য কিছুটা দেরি করে মুক্তি দিচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

অশোক ধনুকা ও অনন্য মামুন পরিচালিত আমি শুধু চেয়েছি তোমায় সিনেমাটি ২০১৪ সালের ১৬ মে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়। এ সিনেমাটিতে ওপার বাংলার অঙ্কুশ ও শুভশ্রী  জুটি বেধে অভিনয় করেন। এ সিনেমাটি থেকে নকল করে বাংলাদেশে নির্মাণ করা হয় আজব প্রেম চলচ্চিত্রটি।

এ সিনেমাটির গল্প থেকে শুরু করে, সংলাপ, দৃশ্য, অ্যাকশন এমন কি পোস্টারেও নকলের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে আজব প্রেম সিনেমায় বাপ্পি-আঁচলের চুম্বন দৃশ্য নিয়ে চলচ্চিত্রাঙ্গনসহ সামাজিক যোগাযোগেরমাধ্যম থেকে গণমাধ্যমেও সমালোচনা, বিতর্কের ঝড় বইছে।

বাপ্পি-আঁচলের এ চুম্বন দৃশ্যটি হুবুহু অল্লু অর্জুন-কাজল আগারওয়াল ও অঙ্কুশ-শুভশ্রীর চুম্বন দৃশ্য থেকে নকল করা হয়েছে। এ ছাড়া বাপ্পির চুলের স্টাইলও নকল করা হয়েছে অল্লু অর্জুনের চুলের স্টাইল থেকে।

এদিকে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমাটিও নকল করা হয়েছে তামিল সিনেমা আরিয়া-টু থেকে। সুকুমার পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় ২০০৯ সালের ২৭ নভেম্বর। এ সিনেমায় জুটি বেধে অভিনয় করেন অল্লু অর্জুন ও কাজল আগারওয়াল। চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন- একের পর এক নকল সিনেমা নির্মাণ করে দর্শকদের হলবিমুখ করা হচ্ছে। প্রযোজকরা তাদের লগ্নীকৃত অর্থ ফেরত  না পেয়ে দ্বিতীয়বার চলচ্চিত্রে অর্থ লগ্নী করতে আগ্রহী হয় না।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘আজব প্রেম’ সিনেমাটিতে বাপ্পি-আঁচল ছাড়াও অভিনয় করেছেন জয়, ওমর সানি, মিশা সওদাগরসহ আরও অনেকে। এসএন্ডএস ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটি ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। সূত্র : রাইজিং বিডি
১৩ অক্টোব, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে