শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০৮:৪২:১৫

নর্থ সাউথের শিক্ষককে বিয়ে করলেন মডেল ঝুমুর

নর্থ সাউথের শিক্ষককে বিয়ে করলেন মডেল ঝুমুর

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন মডেল-অভিনেত্রী নাফিসা কামাল ঝুমুর। বৃহস্পতিবার বিকেলে পারিবারিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিট তারকা নাফিসা কামাল।
বরের নাম সৈয়দ আসিফ হোসাইন। তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।

ঝুমুর বলেন, বুধবার গায়ে হলুদ হয়। পরিবারের উপস্থিতিতে বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বৃহস্পতিবার। শুক্রবার আত্মীয়-স্বজনদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। নতুন জীবনে প্রবেশ করলাম। ভক্ত-অনুসারী সবার কাছে দোয়া চাই। সারাজীবন যেন আমরা একসঙ্গে কাটাতে পারি।

এরআগে, গেল ২৯ জুলাই পারিবারিকভাবে সৈদয় আসিফের সঙ্গে বাগদান হয় ঝুমুরের। ফেসবুকের মাধ্যমেই আসিফের সঙ্গে ঝুমুরের পরিচয় হয়। তারপর একবছর প্রেম করেন তারা। এরপর পারিবারিকভাবে বাগদান শেষে বিয়ের সিদ্ধান্ত নেন ঝুমুর-আসিফ।
২৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে