 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : একের পর এক চমক দেয়া মাহিয়া মাহী এবার হাজির হলেন নতুন চমক নিয়ে। তবে এ কোন সিনেমা নয়। তার নিজ হাতে বানানো কিছু জিনিস।
কিছু দিন আগে মাহী একটি অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠান চালু করবেন বলে ঘোষনা দিয়েছিলেন, কিন্তু রবিবার রাত থেকেই বানিজ্যে নেমে পড়েছেন মাহী।
নিজের ফেসবুক ওয়ালে সে ঘোষণাও দিয়েছেন নায়িকা। ফেসবুকে “Scorpion Hut” নামের একটি পেজ শেয়ার করেছেন তিনি।
মাহী জানান, আপাতত একটি পেজ দিয়েই কাজটা শুরু করছি। ভবিষ্যতে হয়তো ওয়েবসাইট নিয়ে ভাববো। তিনি আরও বলেন, সেই ছোট বেলা থেকেই আলো নিয়ে খেলা করতে ভালোবাসতাম, তাই আলোর তৈরী প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পত্র নিয়ে এলাম, এগুলো সারাদেশে বিক্রি করতে চাই। স্বপ্নটা এবার পূরণ হতে চলছে।
এসকল জিনিসপত্র বিক্রির ব্যাপারে এখনো কিছু খুলে বলেননি মাহী। তবে কিছুদিনের মধ্যেই সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন