শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০৬:৪২:৫২

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি

আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: “বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস অ্যান্ড ট্রাস্ট (ব্লাস্ট)” আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিসান আহমেদ পরিচালিত চলচ্চিত্র “লিভিং ডলস্”।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর ছায়ানট মিলনায়তনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার হাতে এই পুরষ্কার তুলে দেয়া হয়।
ব্লাস্ট আয়োজিত এই প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিলো “জীবনের গল্পে সিনেমা বানাই” এবং চলচ্চিত্রের বিষয় ছিলো “ সিদ্ধান্ত সম্মতির অধিকার,বাল্য বিয়ে নিরোধ,সহিংসতা,নির্যাতনের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা ও সীমাবদ্ধতা”।

প্রতিযোগিতায় সারাদেশ থেকে জমা পড়ে ১১৭ টি চলচ্চিত্র। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ মুন্নী, নিজেরা করি এর সমন্বয়কারী খুশী কবির, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শামীম আকতার। বিচারকদের বিশ্লেষনের মধ্য দিয়ে সারাদেশ থেকে জমা পড়া ১১৭ টা চলচ্চিত্রের মধ্যে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় “লিভিং ডলস্”।

পুরষ্কার হিসেবে রিসান আহমেদ ও তার দলের হাতে তুলে দেয়া হয় “ ট্রফি, সার্টিফিকেট এবং নগদ ৫০ হাজার টাকা”। ৫ মিনিট ৩২ সেকেন্ডের এই নির্বাক চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজমুস সাকিব রুবেল, রেফাত হাসান সৈকত এবং আরমিন তৃষা। চলচ্চিত্রের চিত্রগ্রহন করেছেন মাজহারুল ইসলাম সৈকত। সহকারী পরিচালক হিসেবে ছিলেন সুমাইয়া ইসলাম কাজল। চলচ্চিত্রটি রচনা, সম্পাদনা ও পরিচালনা করেছেন রিসান আহমেদ।

পুরষ্কার বিজয়ের পর রিসান আহমেদ বলেন “এটা আমার প্রথম পুরষ্কার। আমি অনেক বেশী খুশি। আমরা আমাদের চলচ্চিত্রে দেখাতে চেয়েছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রই অনেকটা অবচেতনভাবেই পুরুষ নারীর চালকের আসনে থাকেন। কিন্তু এটা তো হওয়া উচিৎ না। আমরা আমাদের চলচ্চিত্রে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছি”।

উল্লেখ্য,“লিভিং ডলস্” চলচ্চিত্রটি জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির তত্ত্বাবধানে নির্মিত। “চোখ মেলে দেখি” এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি চলতি বছরের পহেলা জানুয়ারী যাত্রা শুরু করে। সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমস্যা নিয়ে দশটির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এসব চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্রানীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কবিরুল বাশার এবং উপদেষ্টা হিসেবে আছেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক শামীম রেজা।
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে