শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ১১:৫৬:০৬

২০১৬ সালের সবচেয়ে ব্যবসাসফল ঢালিউড সিনেমা কোনগুলো জানেন?

২০১৬ সালের সবচেয়ে ব্যবসাসফল ঢালিউড সিনেমা কোনগুলো জানেন?

বিনোদন ডেস্ক : ২০১৬ সিনেমাপাড়া বেশ গরম ছিলো। ব্যবসাসফল ছবির পাশাপাশি ভিন্ন ধারা ছবি প্রদর্শন ছিলো এবছরের সেরা প্রাপ্তি। এখন দেখে নেয়া যাক এবছরের আলোচিত ব্যবসাসফল ঢালিউড সিনেমা।

আয়নাবাজি:  এবছরের শেষের দিকে র্নিমাতা অমিতাভ রেজা দেখিয়েছেন ধামাকা। প্রথমবার বড় পর্দার জন্য নির্মাণ করলেন সিনেমা ‘আয়নাবাজি’। মুক্তির আগ থেকেই আয়ানাবাজির ভেলকি শুরু হয়। এরপর গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি। চঞ্চল-নাবিলা ও পার্থ বড়ুয়া অভিনীত বাণিজ্যিক এ ছবিটি দারুণ ব্যবসা করেছে। দুই সপ্তাহে ছবিটি প্রায় ২ কোটি ১৩ লাখ টাকা আয় করে।

এবং ছবিটি দু’মাস ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়েছে। পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রদর্শন করা হয়েছে। সমালোচনা থাকলে বছর শেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিলো ‘আয়নাবাজি’।

শিকারী: এ বছরের ইদুল ফিতরে আলোড়ন সৃষ্টি করেন ঢালিউড কিং খান শাকিব খান। প্রথমবারের মতো  বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা ছবি ‘শিকারী’ মুক্তি পায় গত ৭ জুলাই। জাকির হোসেন রাজু ও জয়দেব মুখার্জির যৌথ প্রযোজনার ছবিতে শাকিব জুটিবদ্ধ হন কলকাতা টপ নায়িকা শ্রাবন্তীর সঙ্গে।

ভিন্ন লুকে শাকিবের ফিরে অাসা, শ্রাবন্তীর সঙ্গে দারুণ রসায়ন সবকিছু মিলে ছবিটি প্রায় ৮ কোটি টাকা আয় করে। কলকাতাসহ বেশ কয়েকটি দেশে প্রদর্শন করা হয় ‘শিকারী’।

বাদশা: শাকিব খানের সঙ্গে গত ৭ জুলাই যৌথ প্রযোজনার আরেকটি ছবি মুক্তি পায়। এ ছবিতে ঢালিউডে অভিষেক হয় কলকাতার সুপারহিট নায়ক জিতের। আর সেকারণে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ছিলো ছবিটি নিয়ে। নুসরাত ফারিয়া সঙ্গে রসায়ন, গান, ধামাকা অ্যাকশন নিয়ে বাণিজ্যিক ধারার এ ছবিটি এ বছরের দারুণ ব্যবসা সফল ছবি।

বাংলাদেশ ছাড়াও ‘বাদশা’ ছবিটি কালকাতা দারুণ ব্যবসা করেছে। দু’দেশ মিলিয়ে ছবিটি প্রায়  ৫.৪৫ কোটি টাকা অায়। তামিল ছবির আদলে ছবিটি নির্মাণ করেছেন আব্দুল আজিজ ও রাজেশ কুমার  যাদব।

অজ্ঞাতনামা: দেশের পাশাপাশি বাইরের বিভিন্ন দেশে এবছরে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। গত ১৯ আগস্ট দেশে মুক্তি পায় সিনেমাটি। তবে এর আগে  আন্তজার্তিক আসরে আজ্ঞাতনাম প্রদর্শিত হয় এবং পুরস্কৃত হয় ছবিটি। ‘অজ্ঞাতনামা’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, নিপুণ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

রক্ত: নারীকেন্দ্রিক সিনেমা ‘রক্ত’  ঈদুল আজহার ধামাকা। পরিচালক, নায়িকা, ও নায়ক নিয়ে ছবিটি শুরু থেকে আলোচনায় ছিল। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি মুক্তি পায় গত ১৩ সেপ্টেম্বর।

অ্যাকশন রূপে পরীমনির নতুন রূপ, নতুন নায়ক রোশনের অভিষেক সবকিছু মিলেয়ে ছবিটি ব্যবসাসফল।

শঙ্খচিল: কলকাতার নামী পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ গত ৮ এপ্রিল মুক্তি পায়। যৌথ প্রযোজনার এ ছবিটি দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামীন্তের মানুষ নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করেছেন কলকাতার বুম্বা দা প্রসেনজিৎ ও বাংলাদেশের কুসুম সিকদার।

তবে  মুক্তির আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শঙ্খচিল’ সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে।

বসগিরি: ‘বসগিরি’ সিনেমা এ বছরের চলচ্চিত্রে অভিষেক হয় নতুন নায়িকা বুবলি’র। সেকারণে নতুন নায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের জুটি বেশ আলোড়ন তুলেছিল।

শামীম আহমেদ পরিচালিত সিনেমাটি গত ১৩ সেপ্টেম্বর ইদুল আজহাকে কেন্দ্র করে মুক্তি পায়। ব্যবসাসফল ছবিটি প্রশংসার পাশাপাশি সমালোচনা কুড়িয়েছে।

ধুমকেতু: শাকিব খান-পরীমণি অভিনীত দ্বিতীয় জুটিবদ্ধ সিনেমা ‘ধুমকেতু’ এবছরের শেষে মুক্তি পায়। ছবিটি বাণিজ্যিক ধারার হলেও তেমনভাবে ব্যবসাসফল হয়নি।

ছবিতে কিছু দৃশ্য গোজামিল থাকায় দর্শকদের হলে টানতে ব্যর্থ হয়েছেন নির্মাতা শফিক হাসান। -চ্যানেল আই।
২৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে