রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৯:৪৭

‘সুলতান সুলেমান’-এর জন্য মানববন্ধন

‘সুলতান সুলেমান’-এর জন্য মানববন্ধন

নাটোর : দীপ্ত টিভিতে সুলতান সুলেমান সিরিয়াল চালু রাখার দাবিতে নাটোরে মানববন্ধন ও সমাবেশ করেছে দীপ্ত টিভি দর্শক ফোরাম। শনিবার সকাল ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে দীপ্ত টিভির দর্শকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, জুনিয়র সহ সভাপতি এবিএম মোস্তফা খোকন, হালসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দীপ্ত টিভির নাটোর প্রতিনিধি সাহেদুল আলম রোকন এবং সাংবাদিক আল মামুন।

বক্তারা অভিযোগ করেন, বিদেশি সিরিয়াল আমাদের দেশের ছেলে-মেয়েদের চরিত্র নষ্ট করছে। তাদের অপরাধ করতে উৎসাহ যোগাচ্ছে, মানুষের শান্তির সংসারে অশান্তি আনছে। সেখানে দীপ্ত টিভির সুলতান সুলেমানের মতো সিরিয়াল আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন উন্নত করতে সহযোগিতা করছে। দেশের কথিত কিছু স্বার্থপর বুদ্ধিজীবি নামধারী ব্যক্তি এমন সিরিয়াল বন্ধের অপচেষ্টা করছেন। তাদের কথায় এমন সিরিয়াল বন্ধ করা দর্শকদের অধিকার হরণের শামিল।

এ সময় বক্তারা দীপ্ত টিভিতে সুলতান সুলেমান চালু রাখার পাশাপাশি দেশের অন্যান্য চ্যানেলেও এমন বুদ্ধিদীপ্ত ও ইতিহাসনির্ভর সিরিয়াল চালুর আহ্বান জানান।
২৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে