রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ০১:০৮:৩৭

‘ইত্যাদি’ এবার দিনাজপুরে, যা থাকছে

 ‘ইত্যাদি’ এবার দিনাজপুরে, যা থাকছে

বিনোদন ডেস্ক: বিশ্বের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী শহর দিনাজপুরে। ১৮ ডিসেম্বর শহরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর হেডকোয়ার্টার্সে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানটি ধারণ করা হয়।

হাজার হাজার দর্শক প্রচণ্ড শীতের মধ্যেও এ আয়োজন উপভোগ করে। এই পর্বে দিনাজপুরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ঢাকার ধামরাইয়ের তাপস নরেশ চন্দ্র অধিকারীর ওপর রয়েছে শিক্ষামূলক প্রতিবেদন। প্রতিবেদন থাকছে আরো কয়েকটি বিষয়ের ওপর। বিজয়ের মাস উপলক্ষে থাকছে একটি দেশাত্মবোধক গান।

লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু, গেয়েছেন এন্ড্রু কিশোর। একটি জনপ্রিয় দেশাত্মবোধক গানের সঙ্গে নেচেছেন স্থানীয় অর্ধশতাধিক শিল্পী। দিনাজপুর ও বিজিবিকে ঘিরে করা প্রশ্নোত্তর পর্বে চারজন দর্শককে নির্বাচন করা হয়। একটি নাট্যাংশে অভিনয় করেন তাঁরা। দীর্ঘদিন পর শিল্পী আরিফুল হককে দেখা যাবে ‘ইত্যাদি’তে।

এ ছাড়া নিয়মিত পর্ব হিসেবে থাকছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে কয়েকটি নাট্যাংশ। ৩০ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার করা হবে ‘ইত্যাদি’। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন। স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।
২৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে