সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:৫৫:১৩

ব্যক্তিগত স্পেস চাইছেন আলিয়া

ব্যক্তিগত স্পেস চাইছেন আলিয়া

বিনোদন ডেস্ক: সেলিব্রিটি মানেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকবে। তাঁদের জীবনটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। হাজার হাজার চোখ তাঁদের দিকে তাকিয়ে থাকে। ব্যক্তিগত স্পেস চাইছেন আলিয়া ভাট। মুখে না বললেও হাবে ভাবে তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক থেকে প্রাইভেট করেছেন আলিয়া। সেই নিয়েই নানান জল্পনা চলছে।

এই তারকাদের খোঁজ রাখতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের ব্যক্তিগত জীবনে নাকগলিয়ে ফেলেন সবাই। তাঁদের প্রত্যেকটি পদক্ষেপকে প্রায়ই প্রশ্ন করা হয়। কিন্তু ব্যক্তিগত স্পেস তো তাঁদেরও প্রয়োজন। কিছু কিছু বিষয় শুধু আপনজনদের সঙ্গেই ভাগ করে নিতে চান তাঁরা।

হয়তো সে জন্যই নিজের সোশ্যাল মিডিয়া সাইটকে প্রাইভেট করে দিলেন আলিয়া ভাট। এতদিন আলিয়ার ইনস্টা সেল্‌ফি এবং ইনস্টা ছবি নিয়ে মাতামাতি করেছেন ভক্তরা। এবার নিজেকে খানিকটা গুটিয়ে নিলেন তিনি। এখন কারা তাঁর ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী থাকবে তা বেছে নেবেন আলিয়া নিজে।-আজকাল

২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে