বিনোদন ডেস্ক: বয়স মাত্র ৪ দিন। এর মধ্যেই সাজুগুজু করে ক্রিসমাস ইভের পার্টিতে হাজির তৈমুর আলি খান পতৌদি। কারিনা আর সাইফ তাঁদের মুম্বাইয়ের ফ্ল্যাটে ক্রিসমাস ইভের পার্টি রেখেছিলেন। দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠরা এসেছিলেন। ২২ তারিখ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কারিনা। ফিরেই নাকি পার্টির প্রস্তুতি সেরে ফেলেছিলেন।
শনিবার রাতে লাল গাউন পরে সাজলেন। বন্ধু অমৃতা আরোরা, মালাইকা, দিদি কারিশ্মার সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন। সেই ছবিই সোশাল সাইটে পোস্ট করলেন অমৃতা। এসেছিলেন সাইফের বোন সোহা, বর কুণাল খেমু, মা শর্মিলা, সাইফ-অমৃতার দুই ছেলেমেয়ে সারা আর ইব্রাহিম। কারিনার বাবা রণধীর, মা ববিতা, শশীর ছেলে কুণাল কাপুর। রাতভর চলে পার্টি। তবে ততক্ষণ তৈমুর কী করছিল, জানা যায়নি।-জিনিউজ
২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ