বিনোদন ডেস্ক : নিজের ব্লগে সালমান খানকে নিয়ে চূড়ান্ত মজা করে ফেললেন টুইঙ্কল খন্না। মিসেস ফানিবোন্সের বিদ্রুপের হাত থেকে কেউই রেহাই পান না। সল্লুভাইও বাদ গেলেন না!
সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করাই হোক কিংবা ব্লগে লেখা, সবকিছুতে টুইঙ্কলের ব্যঙ্গের ছোঁয়া থাকবেই। সম্প্রতি নিজের ব্লগে বিয়ের পাত্র-পাত্রীর হাস্যকর বিজ্ঞাপন নিয়ে লিখতে গিয়ে টুইঙ্কল টেনে এনেছেন সালমান থেকে শুরু করে নরেন্দ্র মোদি, রাহুল গান্ধীর প্রসঙ্গও।
সালমান সম্পর্কে লিখেছেন, ‘‘ভারতীয় প্রবীণ, কিন্তু যোগ্য ব্যাচেলর। ছেলে আমিষাশী, সফল এবং সম্ভ্রান্ত পরিবারের। অভিনয়, নাচ এবং আঁকায় পারদর্শী। পাত্রীকে অবশ্যই সুন্দর, রোগা এবং চুপচাপ হতে হবে। উৎসাহ থাকতে হবে মেন রাস্তা ছেড়ে লং ড্রাইভে যাওয়ার! যোগাযোগ করুন সুলতান@ভাইজান ডট কম’এ।’’ বছরের শেষে সেরা মজাটা বোধহয় টুইঙ্কলই করলেন! -এবেলা।
২৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম