সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০৫:৩২

আমির খানের সেরা সিনেমা নিয়ে যা বললেন সালমান খান

আমির খানের সেরা সিনেমা নিয়ে যা বললেন সালমান খান

বিনোদন ডেস্ক: আমির খানের লগান এ দেশের ফিল্মে অবশ্যই একটা মাইলস্টোন। কেউ কেউ বলেন, এটাই আমির খানের কেরিয়ারের সেরা সিনেমা। কিন্তু এমনটা মোটেই মনে করেন না বলিউডের আরেক খান, সালমান খান। সম্প্রতি সলমন টুইটারে জানিয়েছিলেন যে, তিনি এমনিতে আমির খানকে ভালোবাসেন। কিন্তু পেশার দিক থেকে তিনি আমির খানকে ঘৃণা করেন।

এবার বলিউডের ভাইজান বললেন যে, লগান মোটেই আমির খানের সেরা সিনেমা নয়। এএনআই-কে দেওয়া এক সাক্ষাত্‍কারে সালমান খান বলেছেন, 'লগান মোটেই আমির খানের সেরা সিনেমা নয়। আমিরের সেরা সিনেমা অবশ্যই দঙ্গল। যেকোনও সময়ে লগানকে হারিয়ে দেবে দঙ্গল। আমি আজ পর্যন্ত যত সিনেমা দেখেছি, তার মধ্যে অন্যতম সেরা দঙ্গল। আমার তো মনে হয়, দেশে দুর্দান্ত হিট হবে দঙ্গল।' -জি নিউজ।
২৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে