বিনোদন ডেস্ক : অমিতাভ রেজার পরিচালনায় ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে মাসুমা রহমান নাবিলা। তাকে উপস্থাপিকা হিসেবেই সকলে চেনেন। অল্প বিস্তর কিছু নাটকেও তাকে দেখা গিয়েছে।
এদিকে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি হচ্ছে তার টার্নিং পয়েন্ট। এ সিনেমায় প্রধান নারী চরিত্রে তিনি অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
নাবিলা বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি খুবই সাধারণ একটি মেয়ের। মেয়েটি শিক্ষিত। পুরান ঢাকায় থাকে। চরিত্রটি এতটাই সাধারণ যে কেউ এতে মিশে যেতে পারবে। যদিও আমি অভিনয়ের বেশিকিছু বুঝি না। তবুও আমি আমার জায়গা থেকে পরিপূর্ণভাবেই তৃপ্ত। শুটিংয়ের দিনগুলো আমি খুব মিস করি। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
আয়নাবাজি সিনেমায় আয়না চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে নানারূপে দেখা যাবে তাকে। সিনেমার আরেক গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন ইফফাত তৃষা। এছাড়া আরো অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, এজাজ বারী, হীরা চৌধুরী, সোহেল প্রমুখ।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন