বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের মেগাস্টার চিরঞ্জিবী। নয় বছর পর বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। বিপরীতে থাকছেন কাজল আগারওয়াল। তার প্রত্যাবর্তন যে রাজকীয় হতে চলেছে তা বলাই যায়।
'কয়েদি নম্বর ১৫০' সিনেমা দিয়ে আবারও রূপালী পর্দায় হাজির হচ্ছেন এ অভিনেতা। আর এই সিনেমা মুক্তির আগেই তার আয় ১০০ কোটি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া।
তেলুগু এই সিনেমাটি তামিল ব্লকবাস্টার ‘কাঠথি’র রিমেক ভার্সন। সিনেমাটির স্যাটেলাইট রাইট এবং ডিস্ট্রিবিউশন রাইট বিক্রি করেই এই অংকের টাকা নিজেদের ঘরে তুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এদিকে সিনেমাটির টিজার বা ট্রেলার এখনও মুক্তি দেয়া হয়নি। চিরঞ্জিবী ছাড়াও এতে অভিনয় করেছেন কাজল আগারওয়াল, শ্রেয়া সরণ প্রমুখ। ভিভি বিনায়ক পরিচালিত সিনেমাটি ২০১৭ সালে ১৩ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।
দক্ষিণে তুমুল জনপ্রিয়তা থাকলে চিরঞ্জিবী অভিনয়ের থেকে বেশি সময় দিয়েছেন রাজনীতিতে। মনমোহন সিং সরকারের সময় ভারতের কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি। চিরঞ্জিবীর ছেলে রামচরণ তেজাও দক্ষিণ ভারতের জনপ্রিয় একজন অভিনেতা।
২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস