মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ১১:১৮:৩০

জন্মদিনের পার্টিতে বলিউডকে অবাক করলেন সালমান!

জন্মদিনের পার্টিতে বলিউডকে অবাক করলেন সালমান!

বিনোদন ডেস্ক : কত যেন বয়স হল তার? পাক্কা ৫০ বছর! জীবনের অর্ধেকেরও বেশি সময় পার করে ফেললেন তিনি। ফলে এই বছরে সালমান খানের জন্মদিনের জাঁকজমক অন্য বছরের তুলনায় যেন কিছু বেশিই মনে হল!

আগেই জানা গিয়েছিল, মুম্বাইয়ের অনতিদূরে পনভেলের খামারবাড়িতে জন্মদিনের পার্টিটা দেবেন সালমান। প্রতি বছর সাধারণত এই খামার বাড়িটাকেই জন্মদিনের হুল্লোড়ের জায়গায় পরিণত করেন তিনি। কারণ একটাই- এই খামারবাড়িতে জায়গাও অনেক বেশি! সেই সঙ্গে মুম্বাইয়ের বাড়ির চেয়ে এই বাড়িটা তার বেশি প্রিয়! খুব প্রিয় বলেই এই বাড়িতে জন্মদিনের পার্টিতে ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় আর বলিউডের দু-চারজন ছাড়া বিশেষ কউকে ডাকেনও না সালমান!

এবারের জন্মদিনটাও সেরকম আমন্ত্রিতদের সঙ্গেই কাটালেন সালমান। খুব পরিচিত মুখ বলতে সে পার্টিতে ছিলেন বিপাশা বসু আর করণ সিং গ্রোভার! আর চোখে পড়ল রেমো ডিসুজাকে। লুলিয়া ভান্টুরও হাজির ছিলেন পার্টিতে, সালমানের জন্য গানও গেয়েছেন তিনি! সবাই মিলে হইহই করে নেচেছেন, গেয়েছেন, হুল্লোড় করেছেন!

তবে সবচেয়ে বেশি হুল্লোড়টা হয়েছে জন্মদিনের কেক কাটার সময়। বরাবরই নায়কের জন্মদিনের কেকটা হয় দেখার মতো। এবারেও তার ব্যতিক্রম হল না। যদিও বিশাল বড়সড় কোনও কেক অর্ডার দেওয়া হয়নি সালমানের জন্য। বরং ছোট ছোট অনেকগুলো কেক আনা ছিল। যা সাজিয়ে তোলা হয়েছিল বিইং হিউম্যান সংস্থার নানা জিনিসের ছবি দিয়ে। এবং একেকটা কেক দেখতে ছিল একেকটা অক্ষরের মতো। পুরোটা সাজিয়ে রাখলে যাতে বিইং হিউম্যান লেখাটা ফুটে ওঠে ইংরেজিতে।

বলিউডের নিন্দুকরা যদিও সালমানের এই জন্মদিনের কেক নিয়ে একটা খেলো রসিকতা করেছেন! তাদের দাবি, বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখেই না কি এতগুলো ছোট ঠোট কেক একটার বদলে! আপনার কী মনে হয়? তারা ঠিক বলছেন?

২৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে