বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:৫৯:৪২

প্রিয়াঙ্কাকে নিয়ে অজানা তথ্য দিলেন মা মধু চোপড়া

প্রিয়াঙ্কাকে নিয়ে অজানা তথ্য দিলেন মা মধু চোপড়া

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়াকে আপনি খুব পছন্দ করেন? করাটাই স্বাভাবিক। প্রিয়াঙ্কাকে দেখতেও যেমন, পাশাপাশি তাঁর যে অনেক গুণ আছে তা হয়তো আপনার  অজানা। যেমন দেশি গার্লে নাচেন, তেমনই গানও গান। আর এখন তো প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে শুধু বলিউডে আটকে রাখেননি। অভিনয় করেছেন বেওয়াচেও। কিন্তু সেই প্রিয়াঙ্কা চোপড়ার যে এমন 'দেশি গার্লের' গুণ আছে, তা আর এতদিন কে জানতো?

জানালেন স্বয়ং প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। তিনি জানিয়েছেন, প্রিয়াঙ্কার নাকি খুবই ঈশ্বরভক্তি। রোজ নিজে হাতে ঠাকুরকে পূজা না দিয়ে, তিনি নাকি ঘর থেকে বাইরেই বের হন না। দেখেছেন বলিউডের অভিনেত্রীরাও কেমন ভক্তিতে বিগলিত থাকেন?-আজকাল

২৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে