বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৪:৫৯:১৯

টাকা ধার করে বই কিনে পড়তেন শাহরুখ খান!

টাকা ধার করে বই কিনে পড়তেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : যখন তিনি ছোট ছিলেন, বই কেনার জন্য টাকা ধার করতেন। জানিয়েছেন শাহরুখ খান। নিকোলোডিয়ান কিডস চয়েস অ্যাওয়ার্ড ২০১৬-এর এসেছিলেন তিনি। সেখানেই নিজের ছোটবেলার স্মৃতি শেয়ার করেন কিং খান।

শাহরুখ বলেছেন, “আমি যখন ছোটো ছিলাম, বড় হতে চাইতাম। আর এখন আমি বুড়ো হয়ে গেছি। আমি আমার ছোটবেলাটা সত্যিই খুব মিস করি। আমার মনে হয় ওটা আমার জীবনের সবচেয়ে ভালো সময় ছিল। আমরা নিশ্চিন্ত থাকতে পারতাম। আমার মনে আছে, আমি বন্ধুদের থেকে আর আত্মীয়দের থেকে টাকা ধার করতাম। সেই টাকা দিয়ে আমি কমিক্সের বই কিনতাম। এখন সেগুলো আমার জীবনে জীবন্ত হয়ে ফিরে আসছে। কার্টুন আমি এখনও খুব ভালোবাসি। কাজ সেরে বাড়ি ফিরে এখনও আমি কার্টুন দেখতে বসে যাই।”

পাঁচ মিনিটের বক্তব্যে নিজের বাবার স্মৃতিচারণাও করেছেন তিনি। বলেছেন, ‘আমি গর্বিত হই যখন দেখি ছেলেমেয়েরা নিজেদের পড়াশোনা নিজেরাই করছে। পড়াশোনার থেকে বড় পৃথিবীতে কিছু নেই। আমার বাবা উচ্চশিক্ষিত ছিলেন। কিন্তু সেই সঙ্গে তিনি গরিব ছিলেন। তিনি কখনও কোনও চাকরি পাননি। টাকার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। এত শিক্ষিত হওয়া সত্ত্বেও যে ব্যবসাই তিনি শুরু করেছিলেন, সবগুলোই ফেল করেছিল। কিন্তু তিনি আমাকে খুব ভালোবাসতেন। আমার জন্মদিনে প্রতিবছর যে তিনি টাকা দিতে পারতেন, এমন নয়। তাই কখনও কখনও নিজের পুরোনো জিনিসও তিনি দিতেন। সেখান থেকে আমি কিছু না কিছু শিখতাম।’

অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে ছিলেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। ১ জানুয়ারি এটি টেলিকাস্ট হবে।
২৮ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে